এডোবি ফটোশপ সিসি ভার্সনে অভ্র দিয়ে বাংলা লেখা

আমরা অনেকেই (অভ্র ব্যবহারকারীগন) ফটোশপে বাংলা লেখার জন্য অভ্রতে বাংলা লিখে সেটা কনভার্ট করে বিজয় করে নিয়ে তারপর ফটোশপে বসাই। কিন্তু এখন থেকে ফটোশপের নতুন ভার্সনটিতে এই ঝামেলা করতে হবে না। Adobe Photoshop CC তে বাংলা লেখা সরাসরি অভ্র দিয়ে লেখা যাবে। শুধুমাত্র ফটোশপের কিছু সেটিংস পরিবর্তন করে নিতে হবে।

১) Adobe Photoshop CC ওপেন করুন।
২) Edit মেনুতে ক্লিক করুন > Preferences এ ক্লিক করুন > Type… এ যান।
৩) Choose Text Engine Options বক্সে নির্বাচন করুন ‘Middle Eastern and South Asian’ এবং OK বোতাম চাপ দিন।
৪)ফটোশপটি রিস্টার্ট করুন।

এখন অভ্র দিয়ে ফটোশপে কিছু লিখলে সেগুলো ভালো দেখা যাবে।

যারা অন্য ভার্সন ব্যবহার করেন তারা নিচের লিংক থেকে ফাইলটি ডাউনলোড করে নিন। এবং সেখান থেকে ‘psd’ ফরম্যাটের ফাইলটি সেলেক্ট করে সেটা ওপেন করুন। টাইপ টুল নিয়ে বাংলা ইউনিকোড ফন্ট বাছাই করে লিখতে শুরু করুন। এই ফাইলটির সাথে বাংলা ইউনিকোড এমবেড করে দেয়া রয়েছে।

ডাউনলোড লিংক :

১. গুগল ড্রাইভ – https://docs.google.com/file/d/0BwasIjIvyEvZZHo4YmYtdS13LWM/edit?pli=1

২. ড্রপবক্স – https://dl.dropboxusercontent.com/u/87802921/PC%20Softwares/Bangla%20Typing%20with%20Other%20Platform.7z

আমার ফটোশপ সিসি ভার্সন এবং সিএস ৫ ভার্সনে টেস্ট করে দেখা আছে। কাজ হয়েছে।

লেখা : এলিন (২৩/০২/২০১৪)

পোস্টটি শেয়ার করুন :

এলিন

I'm Alin. Owner of this Blog. This is my personal Bengali Blog. I live in Dhaka, Bangladesh.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *