Photoshop CC : টাইপ করার সময় স্ক্রিন কালো হয়ে যাওয়া সমস্যাটির সমাধান

এডোবি ফটোশপ সিসি ভার্সনে কিছু কিছু পিসিতে টাইপ টুল নিয়ে কাজ করার সময় সম্পূর্ন স্ক্রিন কালো হয়ে যায়। এতে করে লেখা হয় ঠিকই কিন্তু লেখার সময় কিছুই দেখা যায় না কি লিখছি। একে Black Screen Problem বলে। এটা হয় গ্রাফিক্স কার্ড বা ভিডিও কার্ড এর ড্রাইভার আপডেট না থাকলে বা ভালো মত সাপোর্ট না করে থাকলে।

এই সমস্যার সমাধান নেটে খুঁজতে খুঁজতে শেষে আমাদের ‘প্রযুক্তিটিম’ এর ‘হাসান ভাই’ এর কাছ থেকে সমাধানটি পেয়ে গেলাম।

১. ফটোশপ সিসি ওপেন করুন।

২.  এইবার Edit মেনু থেকে > Preferences এ গিয়ে > Performance এ ক্লিক করুন।

৩. এখন Graphics Processor Settings থেকে use graphics processor এর অধীনে Advance Settings নামে একটি বাটন পাবেন সেখানে ক্লিক করুন এবং Drawing Mode থেকে Basic করে দিয়ে OK বাটনে ক্লিক করুন।
৪.    আবারও OK বাটনে ক্লিক করুন।
৫.    Adobe Photoshop CC রিস্টার্ট করুন (ফটোশপ বন্ধ করে আবার চালু করুন)।
৬.    দেখুন লেখা কেমন হয়। যদি এক্ষেত্রে কাজ না হয় তাহলে উপরের সব কাজ আবার করুন, শুধুমাত্র ৩ নম্বর ধাপে Graphics Processor এর থেকে টিক চিহ্ন তুলে ফেলুন এবং OK করে বেরিয়ে এসে আবার ফটোশপ রিস্টার্ট করুন।

লেখা : এলিন (২৩/০২/২০১৪)

(ধন্যবাদ ‘হাসান যুবায়ের ভাই’ কে।)

এডোবি ফটোশপ সিসি ভার্সনে অভ্র দিয়ে বাংলা লেখা

আমরা অনেকেই (অভ্র ব্যবহারকারীগন) ফটোশপে বাংলা লেখার জন্য অভ্রতে বাংলা লিখে সেটা কনভার্ট করে বিজয় করে নিয়ে তারপর ফটোশপে বসাই। কিন্তু এখন থেকে ফটোশপের নতুন ভার্সনটিতে এই ঝামেলা করতে হবে না। Adobe Photoshop CC তে বাংলা লেখা সরাসরি অভ্র দিয়ে লেখা যাবে। শুধুমাত্র ফটোশপের কিছু সেটিংস পরিবর্তন করে নিতে হবে।

১) Adobe Photoshop CC ওপেন করুন।
২) Edit মেনুতে ক্লিক করুন > Preferences এ ক্লিক করুন > Type… এ যান।
৩) Choose Text Engine Options বক্সে নির্বাচন করুন ‘Middle Eastern and South Asian’ এবং OK বোতাম চাপ দিন।
৪)ফটোশপটি রিস্টার্ট করুন।

এখন অভ্র দিয়ে ফটোশপে কিছু লিখলে সেগুলো ভালো দেখা যাবে।

যারা অন্য ভার্সন ব্যবহার করেন তারা নিচের লিংক থেকে ফাইলটি ডাউনলোড করে নিন। এবং সেখান থেকে ‘psd’ ফরম্যাটের ফাইলটি সেলেক্ট করে সেটা ওপেন করুন। টাইপ টুল নিয়ে বাংলা ইউনিকোড ফন্ট বাছাই করে লিখতে শুরু করুন। এই ফাইলটির সাথে বাংলা ইউনিকোড এমবেড করে দেয়া রয়েছে।

ডাউনলোড লিংক :

১. গুগল ড্রাইভ – https://docs.google.com/file/d/0BwasIjIvyEvZZHo4YmYtdS13LWM/edit?pli=1

২. ড্রপবক্স – https://dl.dropboxusercontent.com/u/87802921/PC%20Softwares/Bangla%20Typing%20with%20Other%20Platform.7z

আমার ফটোশপ সিসি ভার্সন এবং সিএস ৫ ভার্সনে টেস্ট করে দেখা আছে। কাজ হয়েছে।

লেখা : এলিন (২৩/০২/২০১৪)