বাংলাদেশে সরকার ক্যাডবেরির চকলেট না খাওয়ার জন্য জনসাধারনকে সতর্ক করে দিয়েছে৻ সরকার বলছে চীনে তৈরী ক্যাডবেরী কোম্পানীর চকলেট কয়েকটি দেশ থেকে প্রত্যাহার করার পর তারা এই চকলেটের ব্যাপারে জনগনকে সাবধান করার সিদ্ধান্ত নিয়েছে৻ সম্প্রতি বাংলাদেশে চীন থেকে আমদানী করা কয়েটি ব্রান্ডের দুধে ক্ষতিকর ম্যালামাইনের উপস্থিতির প্রমান পাওয়ার পর সেগুলো নিষিদ্ধ করা হয়৻ তার পরপরই চীনে তৈরী চকলেটের ব্যাপারে এই সাবধানতা৻ সন্দেহ হলেও সরকার ক্যাডবেরির চকলেট নিষিদ্ধ কেন করছে না? বিবিসির এই প্রশ্নের জবাবে খাদ্য উপদেষ্টা এ এম এম শওকত আলী বলেন নিষিদ্ধ করার জন্য সুনির্দিষ্ট তথ্যপ্রমান এখনও সরকারের হাতে নেই৻ পরীক্ষাগার থেকে এ তথ্য পেতে তাদের আরো কদিন লাগবে৻
তিনি বলেন সে পর্যন্ত জেলা প্রশাসন এবং স্বাস্থ্য প্রশাসনকে এ ব্যাপারে জনসাধারনকে সাবধান করার নির্দেশ দেয়া হয়েছে৻
খাদ্য উপদেষ্টা বলেন চীনের দুগ্ধজাত পন্য ব্যাবহারে তৈরী চকলেট বা বিস্কুট বা অন্যান্য খাদ্য সামগ্রী পর্যায়ক্রমে পরীক্ষা করা হবে৻ এছাড়া, কূটনৈতিক পর্যায়ে চীনের সরকারের কাছ থেকে একটা বিশ্লেষন পাওয়ার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান৻
এম শওকত আলী বলেন দেশের ভেতরেও তরল দুধের ভেতর ফরমালিনসহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যাবহারের অভিযোগ সম্পর্কে সরকার অবগত, এবং এ ব্যাপারে কার্যকরি পদক্ষেপ নেয়ার কথা সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে৻
উৎস : বিবিসি নিউজ ২০০৮