নির্দিষ্ট সময়ে গান শোনাবে কম্পিউটার

সময় হলেই আপনার পছন্দের গানটি শোনাবে আপনার কম্পিউটার। আর তা করার জন্য টাস্ক সিডিউলে যোগ করতে হবে পছন্দের গান। আর এ কাজটি করতে হলে প্রথমে অপারেটিং সিস্টেমের Start মেন্যুর Programs-এর Accessories থেকে System tools-এ গিয়ে Scheduled task -এ ক্লিক করুন। তারপর Add scheduled task আইকনে দু’বার ক্লিক করুন। এরপর Next -এ ক্লিক করে Application-এ গান বাজানোর উপযোগী যে কোন সফটওয়্যার নির্বাচন করে Next বাটনে ক্লিক করুন। এরপর গান শোনার সময় দৈনিক বা সাপ্তাহিক সিলেক্ট করে Next-এ চাপুন। তারপর নির্দিষ্ট সময় লিখে Finish বাটনে ক্লিক করলেই কাজ হয়ে যাবে।

উৎস : যুগান্তর ২০০৮

পোস্টটি শেয়ার করুন :

এলিন

I'm Alin. Owner of this Blog. This is my personal Bengali Blog. I live in Dhaka, Bangladesh.