এখন আর কোন পোস্ট করাই হয় না। যা টুকটাক সবই ফেইসবুকে শেয়ার করে ফেলা হয়। এর জন্য আলাদা করে পোস্ট লিখে সেটা আবার ব্লগে পোস্ট করাটা কষ্টকর মনে হয়। আবার ব্লগটা খালিও রাখা যায় না। তাই ভাবছিলাম কিছু একটি পোস্ট করবো। এদিকে কয়েক বছর পর আবার জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টাডি শুরু করেছি। আবার সেই বেসিকটাই শিখতে বসেছি। একেই বলে দূরত্ব। কোন কিছু থেকে বেশ কিছুদিন দুরে থাকলে তার সাথে সম্পর্কটা কমে যায়। জানিনা মানুষের সাথে মানুষের সম্পর্কের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর কিনা ! 🙂
যা হোক। কিছুদিন স্টাডি করার পর একটি প্রজেক্ট নিয়ে বসলাম। প্রজেক্ট করতে গিয়ে শিখলে সেটা মনে থাকে ও বিভিন্ন সমস্যা ধরা পরে আর শেখার পাশাপাশি একটি প্রজেক্টও করে ফেলা হয় যা ইচ্ছা হলেই পোর্টফলিওতে যুক্ত করা যায়।
![splash screen of myword dictionary](http://blog.alinsworld.com/wp-content/uploads/2017/05/splash_myworddictionary.jpg)
Dropbox : https://www.dropbox.com/sh/0htrxh8ngij2pwl/AABYUv5hs67xANR4Ny017Cxga?dl=0
ডাটাবেজ রিলেটেড প্রজেক্ট করবো তাই ডাটাবেজ খুঁজছিলাম নেটে। নতুন করে ডাটা টাইপ করতে অনেক সময় লেগে যাবে। পেয়েও গেলাম ডিকশনারি এর জন্য Read More