মনে করি আমার একটি ওয়ার্কশীট রয়েছে এবং তাতে অনেক ডাটা রয়েছে। ডাটাগুলো সব প্রায় এই রকম, ABCD4578124YUIOH । অর্থাৎ ক্যারাক্টার এবং নাম্বার একত্রে রয়েছে। এবং আমি চাই ওয়ার্কশীটের সকল ডাটা থেকে ‘non-numeric characters’ মানে সংখ্যা ছাড়া বাকী সকল কিছু মুছে ফেলতে।
তাহলে দেখা যাক কি করে এই কাজটি করতে হবে :
পদ্ধতি : ১
- (Office 2010 বা নতুন ভার্সনের জন্য) Developer এ ক্লিক করতে হবে > Visual Basic এ ক্লিক করতে হবে ( Microsoft Visual Basic ওপেন হবে।) > (Visual Basic এর উইন্ডো থেকে) Insert এ ক্লিক করতে হবে > Module এ ক্লিক করতে হবে> এরপর নিচের কোডগুলি কপি করে পেস্ট করতে সেই উইন্ডোতে।
এই কোডগুলো কপি করে বসাতে হবে :