আমি হারিয়ে যেতে চাই !
মেঘের শুভ্রতায়;
জ্যোৎস্নার মলিনতায়;
হারিয়ে যেতে চাই !
সাগরের নিবিড়তায়;
আকাশের বিশালতায়।
আমি হারিয়ে যেতে চাই !
হারিয়ে যেতে চাই-
হাসনাহেনার মাঝে, Read More
আমার নিজের লেখা যে কোন বিষয় এখানে দেয়া হবে।
আমি হারিয়ে যেতে চাই !
মেঘের শুভ্রতায়;
জ্যোৎস্নার মলিনতায়;
হারিয়ে যেতে চাই !
সাগরের নিবিড়তায়;
আকাশের বিশালতায়।
আমি হারিয়ে যেতে চাই !
হারিয়ে যেতে চাই-
হাসনাহেনার মাঝে, Read More
পবিত্রতার উষ্ণ চাদর পড়িয়ে দিয়েছ।
কি করে অপবিত্র করি নিজেকে ?
সরলতার অমৃত রস গায়ে ঢেলে দিয়েছ;
দৃষ্টিতে বেঁধে দিয়েছ এক গাড় সীমা !
সজীবতার পরশ বুলিয়েছ এ’দেহে।
কি করে ছিন্ন করি এ বাঁধন ?
ছুটে যাই এক ভিন্ন কোন জগতে !
যে জগত আদৌ সৃষ্টি হয়নি –
গড়ে নিতে হবে নিজেকে।
অথবা, অপেক্ষমাণ বহুকাল ধরে –
কোন এক নতুন জগত
শুধু আমারই জন্যে !
– এলিন (১২/০৫/২০১২ইং)
তোমার আমার মাঝে এক
অদৃশ্য বাঁধন গড়ে উঠেছে;
বহুকাল ধরে,
সময়ের স্রোতে –
ভাসিয়ে নিয়ে যাচ্ছে বহু দুর
আবার কাছে টেনে আনছে –
তার আপন গতিতে। Read More
কষ্ট আমায় আর কাঁদাতে পারেনা !
সুখ দিতে পারেনা আনন্দ।
ফুলের মাঝে আর সেই ঘ্রাণ পাই না।
পাইনা, বৃষ্টির মাঝে ছন্দ !
বেলিফুলে বাঁধা তোমার চুলে
পাইনা খুঁজে ভিন্নতা;
তোমার হৃদয়ে পাইনা আর সেই-
আমার হৃদয়ের শূন্যতা !
নির্জন পথে পাই না খুঁজে আর-
চেনা সেই সুখের দেখা;
মা, বলতে পারো-
আমি কেন এমন ?
কেন আমার জীবনটা-
বটবৃক্ষের মতন ?
সব কিছু সইতে হয়
কইতে হয় মনে,
চুপিচুপি, চুপিচুপি Read More