আমার পরিচয়

আমি ‘মোঃ রেজওয়ান সাকী এলিন‘। অনেকদিন ধরেই কম্পিউটারেরর সাথে আছি। কম্পিউটারে কাজ করতে, ইন্টারনেট ব্যবহার, গেমস, চ্যাটিং, প্রোগ্রামিং আমার খুব ভালো লাগে। সব থেকে বেশী ভালো লাগে প্রোগ্রামিং, গ্রাফিক্স এন্ড ডিজাইনিং এবং এ্যানিমেশন নিয়ে কাজ করতে। তেমন পারি না, তবে শেখার খুব ইচ্ছা আছে। অল্প কিছুদিন ধরে ওয়েবসাইট তৈরী করার চেষ্টা করছিলাম। কিছু সাইট ডেভেলপ করেছি। ‘প্রজন্ম ডট কম‘ এ দেখলাম অনেকেরই বাংলাতে ব্লগ সাইট রয়েছে। কিছু কিছু ব্লগ আমার খুব বেশী আগ্রহ সৃষ্টি করে দিল। যেমন, ‘মেহেদী আকরাম ভাই‘, ‘ওমি ভাই‘ এবং ‘মাসুম‘ এর ব্লগ।

আমারও খুব ইচ্ছা হলো বাংলাতে নিজের একটি ব্লগ সাইট করার। ‘এলিনের ভুবন‘ আমার প্রথম চেষ্টা। জানিনা কেমন হয়েছে বা সামনে কেমন করতে পারবো। আসলে আমার নিজের কৌতুহলের জন্যই এটি করা। অনেক ভুল থাকাটা স্বাভাবিক। দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

Alinএখানে আমার সংক্ষিপ্ত তথ্যঃ
আমি : মোঃ রেজওয়ান সাকী ( এলিন )
জন্মতারিখ : ২৫ সেপ্টেম্বর
পিতা : (মৃত) মোঃ আব্দুস সোবহান
মাতা : রাকিবা বেগম
লেখাপড়া : আমি ‘মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়‘ থেকে ‘এস,এস,সি’ পাস করার পর সরাসরি (এনসিসি এডুকেশন) লন্ডন বোর্ড এর অধীনে ‘ইন্টারন্যাশনাল সার্টিফিকেট ইন কম্পিউটার স্টাডিস (আইসিসিএস)‘ করি ঢাকাতে ‘নিউরাল’ এর মাধ্যমে। এরই ধারাবাহিকতায় ‘ডিআইআইটি’ তে ‘বিএসসি অনার্স ইন কম্পিউটিং ইনফরমেশান সিস্টেমস‘ ভর্তি হই। এই পড়াটাও ছিল এনসিসি এডুকেশান বোর্ড এর অধীনে।
ঢাকার মিরপুরে আমাদের নিজেদের বাড়ি, মা’কে নিয়ে থাকি। আর গ্রাম পিরোজপুর, যেখানে সহজে যাওয়া হয় না।
ধর্ম : ইসলাম (সুন্নি)।
রাশি : তুলা (যদিও রাশিতে বিশ্বাসী নই)

ইমেইল : rezwansaki@gmail.com

ব্যক্তিগত সাইট : ‘http://www.alinsworld.com

ব্যক্তিগত ব্লগ (বাংলাতে) : ‘http://blog.alinsworld.com

চ্যাটিং এর জন্য ( ইয়াহু ম্যাসেঞ্জার )  : ‘alinsworld’ ( চ্যাটিং এ নিয়মিত না )। এখানে না গিয়ে ফেইসবুক ও ইমোতে ম্যাসেজ দিলে ভালো হয় আমার জন্য। আমার সাইটেই ‘alinsworld.com’ দেয়া আছে সব কিছু।

আমার ভালো লাগে : দাবা, ক্যারাম, কম্পিউটারে গ্রাফিক্স এন্ড ডিজাইনিং, এ্যানিমেশন, প্রোগ্রামিং নিয়ে কাজ করা। কম্পিউটার প্রোগ্রামিং এ লজিক বীল্ড করতে সব থেকে বেশি ভালো লাগে তা যতটুকুই পারি। এছাড়াও কম্পিউটার গেম, ইন্টারনেট ব্যবহার, কৌতুক এর বই পড়া এবং অন্যের কাছ থেকে কৌতুক শোনা, কমিক্স পড়া, মাঝে মাঝে ভালো মানের বই পড়া (এখন তেমন পড়া হয় না),  গান শোনা, বন্ধুদের সাথে চ্যাটিং(গল্প) করা, কবিতা বা কোন কিছু লেখার চেষ্টা করা, টিভিতে মজার কিছু দেখা ইত্যাদি। কার্টুন যেমন- গোপালভাড়, নাটবল্টু থেকে শুরু করে টম এন্ড জেরী, মি. বিন এ্যানিমেটেড সিরিজ এবং অন্যদিকে গোয়েন্দা ও রহস্য কাহিনী, ড্রামা টাইপের কোন কিছু দেখতে ভালো লাগে। নতুন কিছু বের হলেই দেখতে হবে এই নিয়ম আমার ভালো লাগে না। মন যা চায় সেটাই করতে ভালো লাগে।

সবথেকে ভালো লাগে আমার ‘মাকে’।

সবথেকে বেশি খারাপ লাগে মিথ্যা বলতে ও শুনতে।

My CV (If you want to see this) :

  1. From Google drive : PDF Version
  2. From Dropbox : PDF Version

যেখানে আমাকে পাবেন :
১. আমার ব্যক্তিগত সাইটে
২. প্রজন্ম ডট কমে আমি
৩. হাই ফাইভে আমি
৪. অরকুটে

৫. ফেসবুকে আমি

টুইটারে আমার টুইট : এখানে

ফ্লিকারে আমার সংরক্ষিত ছবি :
১. ফ্লিকারের ছবি-১ (ব্যাক্তিগত ছবি, বন্ধুদের, এনসিসি, ডিআইআইটি ছবি)
২. ফ্লিকারের ছবি-২ (প্রজন্মের ছবি)

পোস্টটি শেয়ার করুন :