বাংলা লেখার জন্য চমৎকার একটি সফ্‌টওয়্যারের নাম ‘অভ্র’

বেশ কিছুদিন আমার ব্লগ বন্ধ হয়েছিল। তাই নতুন পোষ্ট করতে পারি নাই। আবার নতুন করে ব্লগটি ঠিক করেছি। ডাটাবেজ এর ব্যাকআপ সবসম্ই রেখে দিতাম, তাই রক্ষ্যে। আমি জানতাম ফ্রী হোস্টিং এর কিছু না কিছু প্রবলেম হতেই পারে। যা হোক।

আপনি বাংলা লিখতে কোনটি ব্যবহার করেন? আমি আগে বিজয় ব্যবহার করতাম। কিন্তু এখন অভ্র ব্যবহার করি। অভ্র একটি চমৎকার সফ্টওয়্যার। এটি দ্বারা আপনি ইউনিকোডে বাংলা লিখতে পারবেন।

কোন ঝামেলা হবে না। আমি অভ্র পেয়ে দারুন উপকৃত ও অত্যান্ত খুশি হয়েছি। এই জন্যই এই পোষ্টটি করলাম।

‘অভ্র কিবোর্ড স্ট্যান্ডারড এডিশান নামের’ সফ্টওয়্যারটি ডাউনলোড করে আপনি ইনস্টল করার পর, যে কোন স্থানে বাংলা লিখতে পারবেন। আমার এই ব্লগেও বাংলায় মন্তব্য লেখার জন্য এটি ব্যবহার করতে পারেন।

avro

নিচের ইমেজটিতে ক্লিক করুন এবং ‘অভ্র’ সফ্‌টওয়্যারটি ডাউনলোড করুন :

ইমেজটি ওমি ভাইয়ের ব্লগ থেকে নেয়া হয়েছে।

অভ্র’র কয়েকটি ফিচার নিয়ে আলোচনা করা দরকার।

যেমন :

১. আপনি ইংরেজিতে লিখলে বাংলা হবে। ইংরেজিতে bangla লিখলে বাংলাতে ‘বাংলা’ হয়ে যাবে।

২. কিবোর্ডের লেআউট পরিবর্তন করতে পারবেন।

৩.  মাউস দিয়ে লিখতে পারেবন। যেমন : কিবোর্ডে দেয়া থাকবে, আপনি মাউস দ্বারা ক্লিক করে করে লিখবেন।

৪. আপনি যদি বিজয় লেআউটে লিখে অভ্যাস করে থাকেন, তাহলে এখানেও কিবোর্ডের লেআউট হিসাবে বিজয় নির্বাচন করতে পারবেন।

৫. যে কোন স্থানে বাংলাতে লিখতে পারবেন। যেমন : চ্যাটিং করার সময় শুধুমাত্র বাংলা মোড চালু করে লিখে গেলেই হলো। কোন ঝামেলা করে না এবং সহজে লেখা যায়।

৬. শুধুমাত্র কিবোর্ড মোড পরিবর্তন করলেই (একটি মাত্র কিবোর্ডের বাটন প্রেস করে)  ইংরেজি এবং বাংলা মোড চালু হয়ে যাবে। আলাদা করে ফন্ট পরিবর্তন করার প্রয়োজন হবে না।

৭. খুবই দ্রুত গতিতে টাইপ করা যায়। পুরাতন বাংলা সফট্‌ওয়্যারে আ-কার, উ-কার ইত্যাদি বসাতে কিছুটা সময় বেশি নিত কিন্তু এখন আর অভ্রতে সেটা হয় না। প্রফেশনালদের জন্য এটি খুবই দরকারি একটি সফটওয়্যার।

৮. বাংলাতে ইমেল, চ্যাটিং এমনকি বাংলাতে ডাটাবেজও করা যাবে। আপনি যেকোন ডাটা খুঁজতে পারবেন, সর্টিং ইত্যাদি করতে পারবেন।

এছাড়াও আরো কিছু ফিচার রয়েছে, যা আপনার অবশ্যই ভালো লাগবে।

পোস্টটি শেয়ার করুন :

এলিন

I'm Alin. Owner of this Blog. This is my personal Bengali Blog. I live in Dhaka, Bangladesh.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *