আজ বিশ্ব শালা-শালি দিবস

আজ ২৯শে সেপ্টেম্বর, বিশ্ব শালা-শালি দিবস। বিশ্বের সকল শালা-শালি আর দুলাভাইদের জন্য আজকের দিনটি অতীব আনন্দের। জানা যায়, আজ হতে ১২০০ বছর পূর্বে

আফ্রিকার গহীন জঙ্গলে “টুম্বুদ্র” উপজাতির এক দুলাভাইয়ের ঘুম ভেঙেছিল শালির হাতের চড় খেয়ে এবং সেই থেকেই শালা-শালি দিবসের প্রচলন। ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি আজ বাংলাদেশেও পালিত হবে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হলো: “শালি আধি ঘরওয়ালি” (অর্থাৎ শালি আধা-বউ) । দিবসটি উদযাপনে ব্যাপক কর্মসূচীর আয়োজন করা হয়েছে. যার মধ্যে রয়েছে: ওয়াটার কিংডমে শালি-দুলাভাইদের মিলনমেলা ও উদ্দাম নৃত্য (অবশ্যই স্ত্রীর অনুমতি ব্যতিরেকে), শালা-শালি-দুলাভাইদের হাতে হাত ধরে মানববন্ধন, শালা-শালি-দুলাভাইয়ের মধ্যে মধুর খুনসুটি আয়োজন প্রভৃতি। এছাড়াও বাংলাদেশ শালা-শালি গোষ্ঠী দিবসটির তাৎপর্য তুলে ধরতে এক সেমিনারের আয়োজন করেছে। ওদিকে বাংলাদেশ শালা-শালি সাংস্কৃতিক একাডেমী দুলাভাইদের জন্য “শালিদের রূপ-লাবণ্য” বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছে। বাংলাদেশ স্ত্রী সংগঠন দিবসটির প্রতিবাদে মিছিল-মিটিং ও প্রতিবাদী অনশন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। সবমিলিয়ে এক জমজমাট শালা-শালি দিবস আমরা আশা করতে পারি। সামহোয়্যারবাসীকে রইলো আমার পক্ষ থেকে শালা-শালি দিবসের অনেক অনেক শুভেচ্ছা।

উৎস : সামহয়্যার ইন ব্লগ (২০০৮)

পোস্টটি শেয়ার করুন :

এলিন

I'm Alin. Owner of this Blog. This is my personal Bengali Blog. I live in Dhaka, Bangladesh.