বাংলা ওয়েবসাইট মোবাইলে ভিজিট করার নিয়ম

সম্প্রতি আমি আমার এই ব্লগটি মানে ‘এলিনের ভুবন’ এর মোবাইল ভার্সন বেড় করার কথা ভাবছি, আর এই জন্যই এই পোষ্টটি।
আজকাল প্রায় অনেক ওয়েবসাইটই বাংলাতে রয়েছে। আর অনেকেই সেই সকল ওয়েবসাইট মোবাইলে পড়তে চান বা পড়ার প্রয়োজন পড়ে। যেমন আপনি গ্রামের বাড়িতে গেলেন প্রায় ১৫ দিনের জন্য। পিসি আর নেট ছাড়া খুবই খারাপ লাগছে। সাইবার ক্যাফেও পাচ্ছেন না। কিন্তু হাতের মোবাইল রয়েছে যেটা জাভা সাপোর্টে-ড এবং ইন্টারনেট সেটআপ করা আছে। কিন্তু সমস্যা হচ্ছে আপনার পছন্দের প্রায় সকল ব্লগ বা ফোরামই হচ্ছে বাংলাতে। তখন কি করবেন ? Read More

মোবাইলের জন্য ভিডিও ফাইল সংরক্ষণের ভালো সাইট

আমার মোবাইলের জন্য কিছু ভিডিও ফাইল প্রয়োজন ছিল আজ। ভাবলাম কিছু ভিডিও ফাইল নেটে সার্চ দেই। তখনই দুইটি সাইট ভালো লাগলো। যাতে প্রচুর পরিমাণে ভিডিও ফাইল মোবাইলের উপযোগী করে রাখা আছে। এতে 3GP, MP4, AVI ফাইল প্রচুর পরিমাণে রয়েছে।
http://mobile9.com/
http://www.mobighar.com/
Mobighar টি হিন্দি গানের জন্য বেশ ভালো। এতে প্রচুর পরিমাণে হিন্দি ভিডিও গান পাওয়া যায়। এমনকি লে-টেস্ট যে সকল হিন্দি মুভি রিলিজ পেয়েছে তারও ভিডিও গান পাওয়া যায়। Read More

‘টর’ – নিরাপদে ইন্টারনেট ব্যবহার ও আরো কিছু

অনেক সময় আমরা ওয়েবসাইট ডেভেলপ করবার সময় কোন ফাইল সার্ভারে আপলোড করি কিন্তু সাথে সাথে তার আপডেট দেখতে পাই না। যেমন :ওয়েবসাইটের একটি ব্যানার এড করলাম পরে হঠাৎ করেই মনে হলো, ব্যানারটি পরিবর্তন করতে হবে কিন্তু পরিবর্তন করে দেখলাম সেই পূর্বের ব্যানারটাই দেখাচ্ছে ! (আমার নিজেরও এই সমস্যা বহুদিন ধরে ছিল। যার কারণেই এই পোষ্ট।) তখন তো মহা মুশকিল! আর যদি এমন হয় সমস্যাটি শুধু আপনার! অন্য আইএসপি ব্যবহার করে, অন্য পিসিতে আপনাকে দেখতে হচ্ছে আপডেট কেমন। Read More

বাংলা লেখার জন্য চমৎকার একটি সফ্‌টওয়্যারের নাম ‘অভ্র’

বেশ কিছুদিন আমার ব্লগ বন্ধ হয়েছিল। তাই নতুন পোষ্ট করতে পারি নাই। আবার নতুন করে ব্লগটি ঠিক করেছি। ডাটাবেজ এর ব্যাকআপ সবসম্ই রেখে দিতাম, তাই রক্ষ্যে। আমি জানতাম ফ্রী হোস্টিং এর কিছু না কিছু প্রবলেম হতেই পারে। যা হোক।

আপনি বাংলা লিখতে কোনটি ব্যবহার করেন? আমি আগে বিজয় ব্যবহার করতাম। কিন্তু এখন অভ্র ব্যবহার করি। অভ্র একটি চমৎকার সফ্টওয়্যার। এটি দ্বারা আপনি ইউনিকোডে বাংলা লিখতে পারবেন।

কোন ঝামেলা হবে না। আমি অভ্র পেয়ে দারুন উপকৃত ও অত্যান্ত খুশি হয়েছি। এই জন্যই এই পোষ্টটি করলাম।

‘অভ্র কিবোর্ড স্ট্যান্ডারড এডিশান নামের’ সফ্টওয়্যারটি ডাউনলোড করে আপনি ইনস্টল করার পর, যে কোন স্থানে বাংলা লিখতে পারবেন। আমার এই ব্লগেও বাংলায় মন্তব্য লেখার জন্য এটি ব্যবহার করতে পারেন।

avro

নিচের ইমেজটিতে ক্লিক করুন এবং ‘অভ্র’ সফ্‌টওয়্যারটি ডাউনলোড করুন :

ইমেজটি ওমি ভাইয়ের ব্লগ থেকে নেয়া হয়েছে। Read More

কম্পিউটারের সময়ও এক ঘণ্টা এগিয়ে নিতে হবে

দিনের আলো সংরক্ষণ ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কাল ১৯ জনু মধ্যরাত থেকে দেশে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নেওয়া হচ্ছে। নতুন সময়সূচির সঙ্গে মাইক্রসফটের কম্পিউটার অপারেটিং সিস্টেমে ব্যবহৃত ঘড়ির সময়ও ঠিক করে নিতে হবে। এ জন্য দরকারি সমাধান দিয়েছে মাইক্রোসফট বাংলাদেশ। যেসব কম্পিউটারে উইন্ডোজ ভিসতা, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ সার্ভার ২০০৮ ও উইন্ডোজ সার্ভার ২০০৩ চালু রয়েছে, সেসব কম্পিউটারে এ সমাধানটি কাজে লাগাতে পারবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাইক্রসফট বাংলাদেশ এ তথ্য জানায়।

সময়-সংক্রান্ত সমাধানটি পেতে মাইক্রসফটের করপোরেট ওয়েবসাইট http:/support.microsoft.com/kb/972423 গিয়ে .msi ফাইলটি নিজের কম্পিউটারে নামিয়ে নিতে হবে। (ফাইলটি ডাউনলোড করতে সমস্যা হলে সরাসরি http://go.microsoft.com/?linkid=9670105 এ ক্লিক করে ডাউনলোড করে নিন) তারপর ইনস্টল করে নিতে হবে। এবার কন্ট্রোল প্যানেলে date and time অপশনে গিয়ে Time Zone Settings-এ ক্লিক করুন। এখানে (GMT + 06.00) Astana, Dhaka এর পরিবর্তে (GMT + 06.00) Dhaka’ নির্বাচন করুন। দিনের আলো সংরক্ষিত সময় (DST) কার্যকর করতে ‘Automatically adjust clock for daylight saving changes’-এর ঘরে টিক চিহ্ন দিন। সবশেষে Apply করে OK করুন। ফলে ১৯ জুন রাত ১১টা থেকে সময় পরিবর্তিত হয়ে যাবে।

লেখা : এলিন (এডমিন) ২০০৯

সূত্র : প্রথম-আলো