দিনের আলো সংরক্ষণ ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কাল ১৯ জনু মধ্যরাত থেকে দেশে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নেওয়া হচ্ছে। নতুন সময়সূচির সঙ্গে মাইক্রসফটের কম্পিউটার অপারেটিং সিস্টেমে ব্যবহৃত ঘড়ির সময়ও ঠিক করে নিতে হবে। এ জন্য দরকারি সমাধান দিয়েছে মাইক্রোসফট বাংলাদেশ। যেসব কম্পিউটারে উইন্ডোজ ভিসতা, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ সার্ভার ২০০৮ ও উইন্ডোজ সার্ভার ২০০৩ চালু রয়েছে, সেসব কম্পিউটারে এ সমাধানটি কাজে লাগাতে পারবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাইক্রসফট বাংলাদেশ এ তথ্য জানায়।
সময়-সংক্রান্ত সমাধানটি পেতে মাইক্রসফটের করপোরেট ওয়েবসাইট http:/support.microsoft.com/kb/972423 গিয়ে .msi ফাইলটি নিজের কম্পিউটারে নামিয়ে নিতে হবে। (ফাইলটি ডাউনলোড করতে সমস্যা হলে সরাসরি http://go.microsoft.com/?linkid=9670105 এ ক্লিক করে ডাউনলোড করে নিন) তারপর ইনস্টল করে নিতে হবে। এবার কন্ট্রোল প্যানেলে date and time অপশনে গিয়ে Time Zone Settings-এ ক্লিক করুন। এখানে (GMT + 06.00) Astana, Dhaka এর পরিবর্তে (GMT + 06.00) Dhaka’ নির্বাচন করুন। দিনের আলো সংরক্ষিত সময় (DST) কার্যকর করতে ‘Automatically adjust clock for daylight saving changes’-এর ঘরে টিক চিহ্ন দিন। সবশেষে Apply করে OK করুন। ফলে ১৯ জুন রাত ১১টা থেকে সময় পরিবর্তিত হয়ে যাবে।
লেখা : এলিন (এডমিন) ২০০৯
সূত্র : প্রথম-আলো