আমি হারিয়ে যেতে চাই !
মেঘের শুভ্রতায়;
জ্যোৎস্নার মলিনতায়;
হারিয়ে যেতে চাই !
সাগরের নিবিড়তায়;
আকাশের বিশালতায়।
আমি হারিয়ে যেতে চাই !
হারিয়ে যেতে চাই-
হাসনাহেনার মাঝে,
ভোরের শিশিরের সাজে।
আমি মিশে যেতে চাই !
মিশে যেতে চাই-
চাঁদের একাকীত্বের সাথে;
হাজারও তাঁরার ভিড়ে;
আমি চলে যেতে চাই !
চলে যেতে চাই-
সেই ছোট্ট সুখের নীড়ে।
আমি হারিয়ে যেতে চাই !
হারিয়ে যেতে চাই-
তোমার ঘন কালো চুলের গভীরতায় !
হারিয়ে যেতে চাই-
তোমার চঞ্চল চোখের চঞ্চলতায় !
আমি মিশে যেতে চাই !
তোমার দেহের প্রবাহিত রক্তধারায় !
আমি মিশে যেতে চাই
তোমার ঠোঁটের আবিরতায় !
আমি বিলীন হতে চাই !
তোমার কথার মিষ্টতায় !
আমি হারিয়ে যেতে চাই !
হারিয়ে যেতে চাই-
তোমার সৌন্দর্যের পবিত্রতায় !
– এলিন (২৯/০৩/২০১২ ইং)