সমপ্রতি শেষ হলো ভিডিও গেম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ট্রেড শো ‘ই-থ্রি'[। আর এই শো’তে যে গেইমগুলো ঝড় তুলেছে সেগুলোর অনেকগুলোই হয়তো আপনার সংগ্রহে নেই। সেগুলো সংগ্রহ করার এটাই সময়! এরকম কিছু গেমের মধ্যে রয়েছে- গ্রান্ড থেফ্ট অটো ৪, লস্ট ওডেসি এবং অবশ্যই প্রফেসর লেটন অ্যান্ড দ্য কিউরিয়াস ভিলেজ। আসুন তাহলে দেখি, কী আছে এখন পর্যন্ত এ বছরের সেরা এই গেইমগুলোতে।
গ্রান্ড থেফ্ট অটো ফোর
হ্যাঁ, বিখ্যাত গেম জিটিএ-র এই সর্বশেষ সংস্করণেও এর গল্প বলার সেই অনন্য ভঙ্গিটি থাকছে। তবে অপরাধী জীবন যাপন বোধহয় এর আগে এতটা মজার ছিল না, যতটা আছে এই গেমে। এটি সম্ভব হয়েছে এই গেমে আগের চাইতে অনেক বেশি শ্বাসরুদ্ধকর অভিযান এবং নষ্ট পঁচা শহরের একেবারে পুঙ্ক্ষানুপুঙ্খ দৃশ্যায়ন সংযোজনের কারণে।
তবে শুরুতেই বলে নেওয়া ভালো, গ্রান্ড থেফ্ট অটো ৪ কিন’ বাচ্চাদের জন্য নয় মোটেই। এতে আছে রক্তের হোলি খেলা, কিছুটা নগ্নতা এবং প্রায় অবিরাম অশ্রাব্য ভাষা। এবং অবশ্যই এটি দারুণ বিনোদনমূলক!
এই গেমের কাহিনী নির্মিত হয়েছে নিকো বেলিচ নামের এক পূর্ব ইউরোপিয়ানকে কেন্দ্র করে। বেলিচ সদ্য আমেরিকায় আগমন করেছে। সে লিবার্টি সিটি (দেখতে প্রায় হুবহু নিউইয়র্ক সিটির মতো!) তে পদার্পণ করার পর তাকে অভিনন্দন জানায় তার কাজিন রোমান। রোমান প্রায় দশ বছর ধরে আমেরিকায় থাকে।