‘মহীলার এ্যাপেন্ডিসাইটিসের অপারেশান’
এক মহীলা বাসে সীট না পেয়ে বলছে – ‘আমাকে যদি সীটে বসতে দেন, তাহলে আমি দেখাবো কোথায় আমার এপেন্ডিসাইটিসের অপারেশানটা হয়েছিল।’
সাথে সাথে কিছু ছেলে সীটে জায়গা করে দিল। মহিলাটি জানালার পাশে বসে আছে। এবার ছেলেটি বলছে – ‘এখন দেখাবেন কি, আপনার অপারেশানটি কোথায় হয়েছিল?’
বাসটি একটি হাসপাতালের কাছে এলেই, মহীলাটি সাথে সাথে বলে উঠলো- ‘ঐ তো, ঐখানেই হয়েছিল’।
‘স্বার্গে ক্রিকেট খেলা’
– হ্যারে, স্বর্গে কি ক্রিকেট খেলা হয়?
– অবশ্যই হয়। আমি স্বপ্নে গতকালই তো দেখলাম, স্বর্গে ক্রিকেট খেলা হচ্ছে। আর আগামীকালই তো তুই ব্যাট করছিস।
‘ইন্ডয়াতে যা হয় নি তাই আমেরিকাতে হলো’
( আমেরিকাতে কার্তিকদা ) কার্তিকদা বলছে, ‘ইন্ডিয়াতে যা হই নি আমেরিকাতে তাই হলো’।
– কি হলো!?
– এক আমেরিকান মেয়ের কাছে গেলাম, হাত ধরলাম, আর ইন্ডিয়াতে যা হই নি তাই হলো।
– কি হলো আর!?
– মেয়েটি কিছুই বলল না। তারপর আমি মেয়েটির সাথে তার বাসায় গেলাম। আর ইন্ডিয়াতে যা হই নি তাই হলো।
– কি, কি হলো…?
– মেয়েটির বাসায় গিয়ে তার বেডরুমে গেলাম। আর ইন্ডিয়াতে যা হই নি তাই হলো।
– আর কি হলো, বলো না?
– মেয়েটি কিছুই বলল না। তার স্বামী এলো। আর….
– আর? আর কি হলো!?
– আর কি হবে? ইন্ডিয়াতে যা হয়, তাই হলো। ইচ্ছামতো পেটালো।
‘মিলিটারির সাহস পরীক্ষা’
মিলিটারিদের সাহস পরীক্ষা করছে তাদের প্রধান। এক মিলিটারিকে দুরে দাঁড় করিয়ে রেখে মাথায় লেবু রেখে বন্দুক দিয়ে সেই লেবুটিকে গুলি করল। মিলিটারিটি একদম নড়ল না। লেবুটি ফেঁটে গিয়ে তার শার্টটিকে নষ্ট করে দিল।
তাদের প্রধান তাকে ৫০ টাকা দিয়ে বলছে- ‘সাবাস, এই টাকা দিয়ে সাবান কিনে শার্টটি ধুঁয়ে নিও’।
মিলিটারিটি বলল – ‘তাহলে আরোও ৫০ টাকা দিন, প্যান্টটিও ধুঁতে হবে’।
( এই লেখা আমি কয়েকদিন আগে টিভিতে ‘মিরাক্কেল’ এ শুনেছিলাম। আজ যতটুকু সম্ভব লিখেছি। হয়তো বা গুঁছিয়ে লেখা হয় নি। তবুও শেয়ার করতে ইচ্ছা হলো। )
লেখা : এলিন (২০০৯)
উৎস : টিভিতে শুনেছি
ধাক্কাস
Thanks… 🙂
osam……
মন্তব্য করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ মন্তব্য করবার জন্য।
😀 😀 😀 হাসতে হাসতে শ্যাষ…
মন্তব্য করার জন্য ধন্যবাদ।