ওয়াই-ফাই প্রযুক্তি আধুনিক অফিসের ধরনটাই পাল্টে দিয়েছে। প্রতিটি কম্পিউটার ইন্টারনেটে যুক্ত থাকবে তারবিহীন প্রযুক্তি ওয়াই-ফাই এর সঙ্গে। প্রিন্টারটিও যদি হতো তারবিহীন। আপনার কম্পিউটারে প্রিন্ট কমান্ড দিলেন, ইথারে ভেসে ডাটা প্রিন্ট হয়ে গেলো। এই ধারনার প্রিন্টার এরই মধ্যে বাংলাদেশের বাজারে এসেছে। তারবিহীন নেটওয়ার্ক সুবিধাসহ প্রিন্টারটির নাম লেক্সমার্ক Z1420।
এটি উইন্ডোজ এবং ম্যাক দুই ভার্সনেই কাজ করে। তারবিহীন নেটওয়ার্ক সেটআপ করাও বেশ সহজ। প্রিন্টারে ড্রাইভার ইনস্টল করার সঙ্গে সঙ্গেই এটি নির্দেশনা দিবে কিভাবে ওয়াই-ফাই ইনস্টল করে নেয়া যায়।
লেক্সমার্ক হাইটেক প্রযুক্তি ভার্চুয়ালি কাগজ আটকে যাওয়া হৃাস করে, এমনকি আকা-বাঁকা করে কাগজ রাখলেও আটকে যায় না।
লেক্সমার্ক হাইটেক প্রযুক্তি ভার্চুয়ালি কাগজ আটকে যাওয়া হৃাস করে, এমনকি আকা-বাঁকা করে কাগজ রাখলেও আটকে যায় না।
মিনিটে ২৪ পৃষ্ঠা টেক্সট পেইজ প্রিন্ট করতে পারে এটি। ছবি প্রিন্ট করতে পারে মিনিটে ১৮ পৃষ্ঠা।
বাংলাদেশে প্রিন্টারটির আমদানীকারক কম্পিউটার সোর্স দিচ্ছে প্রতিটি প্রিন্টারে ১ বছরের বিক্রয়োত্তর সেবা। মূল্য ৭ হাজার ২ শ’ টাকা।
উৎস : বিডিনিউজ (২০০৮)