কৌতুক

ডাক্তার ও উকিল
ডাক্তার: ডাক্তার দেখতে পেলেই সবাই যেখানে সেখানে পরামর্শ চায়। বলতে পারেন কী করে এসব লোকর হাত থেকে বাঁচা যায়?
উকিল: খুব সহজ। চেম্বার গিয়ে তাদের ঠিকানায় পরামর্শ ফি এর বিল পাঠিয়ে দেবেন।
ডাক্তার: ঠিকই বলেছেন আমি এখন থেকে তাই করব। আপনাকে অনেক ধন্যবাদ।
উকিল: এখন আমার পরামর্শ ফি টা দিয়ে দিন। Read More

বাতাসের সাহায্যে মোবাইল ফোন চার্জ

লন্ডনের অরেঞ্জ নামক একটি টেলিকমিউনিকেশন ফার্ম তৈরি করেছে এই নতুন মোবাইল চার্জারটি। এই চার্জারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ইহা বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে মোবাইলকে চার্জ দিতে পারে। যে এলাকায় বিদ্যুৎ নাই এমনকি সৌরশক্তিকেও ঠিকমত কাজে লাগানো যাচ্ছে না, সেই এলাকার কথা চিন্তা করেই এটি তৈরি করা হয়েছে।

এই নতুন চার্জারটি ওজনে মাত্র এক পাউন্ডের ৩ ভাগের ১ ভাগ এবং আকারে এতো ছোট যে অনায়াসে একে পিঠে নিয় চলাফেরা করা যায়। এতে ছোট একটি বায়ুচালিত পাখা ব্যবহার করা হয়েছে, যেটা বাতাসে ঘুড়বে এবং শক্তি উৎপন্ন করবে।

গত মাসে ইহা একটি অনুষ্ঠানে প্রদর্শিত হয়েছিল। এমন একটি এনভাইরনমেন্টে একে দেখানো হয়েছিল যেখানে ঘন্টায় প্রায় ১২ মিটার বেগে বাতাস চলাচল করছিল। ইহা একটি মোবাইল ফোনকে চার্জ দিতে সময় নেয় প্রায় ২৪ ঘন্টা।

অরেঞ্জ কম্পানি ইহা তৈরি করেছিল বাহিরে (outdoor use) ব্যবহারের জন্য, যেখানে প্রচুন বাতাসের আনাগোনা। কোন রকম ইলেক্ট্রনিক শক্তি ছাড়াই ইহা শুধুমাত্র বাতাসের সাহায্যে চলে। তবে সমস্যাটি হলো, এর জন্য প্রচুর বাতাসের প্রয়োজন। আর বাতাস না থাকলে তো কথাই নাই।

তারপরেও ইহা একটি নতুন এবং মানুষের অনেক উপকারে আসবে আশা করি। তবে অরেঞ্জ এটিকে কবে বাজারে ছাড়বে এবং এর দাম কত হবে সেটা এখনও সিদ্ধান্ত নেইনি।

উৎস : সিও ডট কম ২০০৮
অনুবাদ : এলিন (এডমিন)

ঘোষনা

সার্ভারে কাজ ( আপডেট সংক্রান্ত ) চলছে, তাই হয়তো বা আমার ব্যাক্তিগত সাইট ‘alinsworld’ এবং ফটোগ্যালারী সাইট ‘photozone’ এ সাময়িক অসুবিধা হতে পারে। এমনকি সাইটের যেকোনটি ওপেন নাও হতে পারে। এই জন্য আমি  আন্তরিকভাবে দূঃখিত। আগামী ৪/৫ দিনের ভিতর এই সমস্যার সমাধান হয়ে যাবে, ইনশাআল্লাহ্!!

লেখা : এলিন (এডমিন) ২০০৮

এলিনের ভূবনে লাইভ চ্যাট!!

এই সাইটটিতে একটি নতুন বিষয় যোগ করা হয়েছে। এখন থেকে আপনি এডমিনের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন; যাকে ‘লাইভ চ্যাট’ বলে। যখনই এডমিন অনলাইনে থাকবেন, তখনই আপনি এই কাজটি করতে পারবেন। এই জন্য আপনার ইয়াহু ম্যাসেঞ্জার লগইন করার দরকার হবে না। শুধুমাত্র সাইটে দেয়া ‘Chat/চ্যাটিং’ পেজটিতে ঢুকতে হবে!!
এবার ‘Nickname’ এ ক্লিক করে একটি নাম দিয়ে চ্যাটিং করতে পারবেন। ধন্যবাদ!!

লেখা : এলিন (এডমিন) ২০০৮

ফটোশপ : “প্রতিবিম্ব তৈরী করা”

১. নতুন একটি এমেজ তৈরি করতে হবে, কিছুটা বড় আকারের। File -> New -> Preset থেকে Default Photoshop Size -> OK
২. বাম পাশের টুলবার থেকে T চিহ্নিত বাটনে ক্লিক করে চেপে ধরে Horizontal Type Tool সেলেক্ট করতে হবে।
৩. এবার সাদা পৃষ্ঠাটিতে ক্লিক করে টাইপ করতে হবে; যেমন – ‘80’ (font : ‘arial black’; font size : 48 pt; font colour : #096a04) (দেখুন ডানে লেয়ার প্লেটে একটি টেক্সট লেয়ার তৈরী হয়েছে। যদি লেয়ার প্লেট দেখা না যায় কী-বোর্ড থেকে ‘F7’ চাপুন।)

Read More