সেদিন আমার এক ছোট ভাই, সে ‘মাসিক নয়া চাবুকে’ কার্টুন ছাঁপায়, এসে আমাকে বলল একটা কলাজ কার্টুন দিতে সেখানে। সে যা করে মজা পায় তাতে আমাকেও সড়িক রাখতে চায়। আমি তাই একটা কলাজ কার্টুন করেছি ‘নয়া চাবুকে’ দেব ভেবে। জানি না দেয়া হবে কি না। অনলাইনে হলে দিতে অসুবিধা নাই, সেখানে গিয়ে দিতে হলে আমি অন্তন্য এই মুহূর্তে নাই। দেখুন কোলাজটা কেমন হয়েছে –
এলিন (এডমিন) ২০০৯
মজার হয়েছেতো!! বিশেষ করে দ্বিতীয় লাইনের বাম পাশেরটা 😀 😀 😀