কৌতুক

পৃথিবী গোল কেন
শিক্ষক : পৃথিবী কেন গোলাকার তার তিনটি কারণ বল।
ছাত্র : আমার বাবা বলেন পৃথিবী গোলাকার। আমার মাও বলেন এবং আপনিও বলেন পৃথিবী গোলাকার।

আমার ডিম
ক্রেতা : এগুলো কার ডিম?
বিক্রেতা : আমার ডিম।
ক্রেতা : আমি মনে করেছিলাম মুরগির ডিম।

ডাক্তারের সাজেশন
: ডাক্তার সাহেব, আমার ছেলে আমার কলম গিলে ফেলেছে। তাড়াতাড়ি আসুন।
: আপাতত পেন্সিল দিয়ে কাজ চালিয়ে নিন। আমি আসছি।

উৎস : কীডসবিডিনিউজ ২০০৮

মোবাইল ফোনে চলবে গাড়ি

মোবাইল ফোন আজকাল শুধু কথা বলার জন্যই নয়, গাড়ির চাবি হিসেবেও চলছে এর ব্যবহার। জাপানের শার্প কর্পোরেশন ‘নিশান’ ব্র্যান্ডের গাড়ির জন্য এমনই এক মোবাইল ফোন তৈরি করবে, যার মধ্যে থাকবে ‘ইন্টেলিজেন্ট কি’ অপশন। অপশনটির ব্যবহারকারী তার গাড়ির চাবি পকেট থেকে বের না করেই গাড়ির দরজার লক খুলতে এবং গাড়ি স্টার্ট দিতে পারবেন। তবে শর্ত হচ্ছে, চাবি থাকতে হবে হাতের কাছেই। নতুন উদ্ভাবিত এ মোবাইল ফোন এবং গাড়িতে এ প্রযুক্তি থাকার পাশাপাশি আপনার মোবাইল অপারেটরও যদি এ সুবিধা প্রদান করে থাকে, তবেই আপনি এ সুবিধার সম্পূর্ণ সুফল ভোগ করতে পারবেন। বর্তমানে জাপানের সর্ববৃহৎ মোবাইল অপারেটর এনসিসি ডকোমোই একমাত্র এ সুবিধা প্রদান করছে। উল্ল্যেখ্য, জাপানের এ মোবাইল কোম্পানি এ বছর একটেলের কিছু শেয়ার কিনে নেয়।

উৎস : ইন্টারনেট ২০০৮

একাধিক ইয়াহু আইডি একসাথে লগইন করা

পনাদের অনেকেরই ইয়াহু চ্যাটিং আইডি রয়েছে। অনেকের আবার একাধিক আইডিও থাকে। তারা যখন চ্যাটিং করে তখন যেকোন একটি আইডি দিয়ে লগইন করে চ্যাটিং করে। আবার সেটি লগ আউট করে দ্বিতীয় আইডি ব্যবহার করে।
কিন্তু যদি এমন হয়, তারা একসাথে একাধিক আইডি ব্যবাহার করতে পারবে একই পিসিতে (!) তাহলে কেমন হয়! হ্যা, আপনি ইচ্ছা করলে একাধিক ইয়াহু আইডি দিয়ে লগইন করে একসাথে একই পিসিতে চ্যাটিং করতে পারবেন। তবে এইজন্য আপনার আপডেট ভার্সনের ইয়াহু ম্যাসেঞ্জার প্রয়োজন পড়বে। আপনি ইন্টারনেট থেকেই ইয়াহু ম্যাসেঞ্জার ৮/৯ ভার্সন ডাউনলোড করে নিতে পারেন।

http://www.softpedia.com/get/Internet/Chat/Instant-Messaging/Yahoo-Multi-Messenger.shtml

যদি উপরের লিংকটি কোন কারনে ওপেন না হয়, তাহলে গুগল ব্যবহার করে ‘Yahoo-Multi-Messenger‘ ইয়াহুর প্লাগইনটি ডাউনলোড করে নিন।

(১) উপরের দেয়া লিংক থেকে ‘Yahoo-Multi-Messenger’ টি ডাইনলোড করে নিন। (Down arrow চিহ্নিত Download লেখাতে ক্লিক করুন )
(২) এবার যদি ফাইলটি জিপ করা থাকে তাহলে এক্সট্রাক্ট/আনজিপ করুন।
(৩) ফোল্ডারটি অপেন করে ‘Y!Multi Messenger.exe’ ফাইলটি Run করুন।
(৪) ছোট্ট একটি উইন্ডো খুলবে। সেখানে ‘Enable YMulti’ বাটনে ক্লিক করে ‘Patch’ করে নিন।
(৫) এবার আপনার ‘ইয়াহু ম্যাসেঞ্জার’ ওপেন করে ‘Login’ করুন।
(৬) লগইন হয়ে গেলে আবার আরেকটি ইয়াহু ম্যাসেঞ্জার ওপেন করুন এবং আবার লগইন করুন আপনার অন্য একটি ইয়াহু আইডি দিয়ে।

এইভাবে আপনি একাধিক ইয়াহু ম্যাসেঞ্জার ওপেন করে লগইন করতে পারেন। ইহা একটি প্লাগইন। একবার ব্যবাহার করার পর আর ইহা প্যাচ করা দরকার পড়বেনা।

লেখা : এলিন (এডমিন) ২০০৮

এলো ৮০ গিগাবাইট হার্ডডিস্কের ই-পিসি

ASUS Eee PC 1000H.gifআসুস ব্র্যান্ডের ই পিসি পরিবারের নতুন সংযোজন ই পিসি ১০০০এইচ মডেলটি সমপ্রতি বাংলাদেশে এনেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লি:। এর ব্যাটারীর ব্যাকআপ সর্বোচ্চ ৪.৫ ঘন্টা। ১০ ইঞ্চি পর্দার এই নোটবুকটির ওজন মাত্র ১.৪৫ কেজি, ফলে সহজে বহণ করে ভ্রমণে বা চলার পথেও ব্যবহার করা যাবে এটি।

মিনি নোটবুকটিতে রয়েছে ১.৬ গিগাহার্জ গতির ইন্টেল এটম এন২৭০ প্রসেসর, ১ গিগাবাইট ডিডিআর২ র‌্যাম, ৮০ গিগাবাইট হাডডিস্ক, ওয়াই-ফাই (আই ট্রিপল ই ৮০২.১১ বি/জি) ওয়্যারলেস সংযোগ সুবিধা।

এছাড়া রয়েছে ১.৩ মেগাপিক্সেলের ওয়েবক্যাম, ৩টি ইউএসবি ২.০ পোর্ট, ব্লুটুথ ২.০, মেমোরী কার্ড রীডার, ১টি ভিজিএ পোর্ট, অডিও কন্ট্রোলার, স্টেরিও স্পিকার, মাইক্রোফোন, ১০/১০০ ল্যান কন্ট্রোলার প্রভৃতি।

বাংলাদেশে এর মূল্য ৩৮ হাজার ২০০ টাকা।

উৎস : বিডিনিউজ ২০০৮

কম্পিউটার গেমস : “সীমান্তে সংঘাত”

টোটাল ওভারডোজ: এ গানস্লিংগারস টেল ইন মেক্সিকো

ক্ষমতা হাতে পেলে অনেকেই তার ভূল ব্যবহার করে, ফলে কাউকে ক্ষমতা দেওয়ার আগে চিন্তা করা উচিত, লোকটি ক্ষমতা নিয়ে কী করবে৷ সে কি কোনো শুভকাজে ক্ষমতার ব্যবহার করবে? নাকি সে ক্ষমতা খাটিয়ে মানুষের অনিষ্ট করবে৷ যেমন হয়ে দাঁড়িয়েছে টোটাল ওভারডোজ: এ গানস্লিংগারস টেল ইন মেক্সিকো গেমে৷ মেক্সিকোর একিট শহরকে ঘিরে এগিয়েছে গেমের কাহিনীর প্রেক্ষাপট৷ মাফিয়া দলের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে স্থানীয় ডিস্ট্রিক্ট অ্যাটর্নি তাঁর সহকারীকে দায়িত্ব দেন মাফিয়া দলকে ধ্বংস করার জন্য৷ পরবর্তী সময়ে পরিচিত মানুষের বিশ্বাসঘাতকতার কারণে তিনি ধরা পড়ে জান নিয়ে পালাতে সক্ষম হন৷ কিন্তু পালানোর সময় মাফিয়া দলের সাথে বন্দুকযুদ্ধে আহত হন তিনি৷ ফলে তিনি দায়িত্ব হস্তান্তর করেন তাঁর যমজ ভাই রোমিরো ক্রুজকে৷ রোমিরোরও তাঁর যমজ ভাইয়ের হয়ে দায়িত্ব পালন করার চেয়ে মাফিয়া দলের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশের গুরুত্ব অনেক বেশি৷ একটা সময় তাঁদের বাবা মাফিয়ার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মারা যান৷ কাজেই তাঁদের কাছে বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার গুরুত্ব অনেক বেশি৷ এ কারেণ তাঁদের মূল উদ্দেশ্য হচ্ছে, মাফিয়া ডনদের ধ্বংস করা৷ ক্ষমতাধর মাফিয়া ডন, ড্রাগ ডিলার প্রভৄতির বিরুদ্ধে তাঁর এই অসীম সাহসী লড়াই নিয়েই তৈরি করা হয়েছে এই গেমটি৷ গেমে সম্পূর্ণরূপে ওয়েষ্টার্ন ধাঁচের গানফাইট খেলতে হবে গেমারকে৷ তবে এর মধ্যেও থাকবে গাড়ি নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া, রাতের অন্ধকারে রাইফেল নিয়ে শত্রুদের আক্রমণ করা৷ ফলে সব মিলিয়ে বেশ নজর দিয়ে খেলতে হবে গেমারকে৷ গেমটির সাউন্ড এবং গ্রাফিক্স কোয়ালিটি ভালো, যা আপনাকে খেলাটি এগিয়ে নিয়ে যেতে উৎসাহ জোগাবে৷

যা যা প্রয়োজন :
অপারেটিং সিস্টেম: উইন্ডোজ ২০০০, এক্সপি, এমই
প্রসেসর: পেন্টিয়াম থ্রি ৭৫০ মেগাহার্টজ
ভিডিওকার্ড: এসভিজিএ
সিডি-রম ড্রাইভ: ১৬ এক্স
র‌্যাম : ১২৮ মেগাবাইট র‌্যাম।

এই গেমসটির নিজস্ব ওয়েবসাইটটি হলো : http://totaloverdose.com/
ওয়েবসাইটি বেশ সুন্দর। ভিজিট করেই দেখুন।

উৎস : প্রথম আলো ২০০৮
সম্পাদনা : এলিন (এডমিন)