“তবুও বেঁচে আছি”

প্রকৃতির নিষ্ঠুরতা গ্রাস করে নিচ্ছে

ধীরে ধীরে আমার সর্বস্ব !

গ্রাস করে নিচ্ছে সকল মায়ার বাঁধন !

সংকুচিত হয়ে পড়ছে কৌতূহলে পরিধি।

ছিনিয়ে নিচ্ছে সরলতা-মাখা সেই ছোট্ট মন;

উদ্দীপনায় ভরা হৃদয়ের কম্পন।

ধ্বংস করে দিচ্ছে দৃষ্টির সীমানা।

ম্লান হয়ে যাচ্ছে সমস্ত আনন্দ, সমস্ত বেদনা।

তবু বেঁচে আছি !

বেঁচে আছি এই নিষ্ঠুর পৃথিবীতে !

বেঁচে আছি, বেঁচে আছি – প্রকৃতির সাথে।

আর তো কিছু করার নাই !

শুধু বেঁচে আছি, বেঁচে আছি-

বাঁচতে হবে তাই।

– এলিন (২০/০৩/২০১২ ইং)

পোস্টটি শেয়ার করুন :

এলিন

I'm Alin. Owner of this Blog. This is my personal Bengali Blog. I live in Dhaka, Bangladesh.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *