তোমার আমার মাঝে এক
অদৃশ্য বাঁধন গড়ে উঠেছে;
বহুকাল ধরে,
সময়ের স্রোতে –
ভাসিয়ে নিয়ে যাচ্ছে বহু দুর
আবার কাছে টেনে আনছে –
তার আপন গতিতে।
কৃত্রিম-অকৃত্রিমতার মাঝে দাঁড় করিয়ে রেখেছে।
সন্দেহের নোনা জ্বলে ভিজিয়ে রেখেছে মন।
জানি না, এসবের কি প্রয়োজন !
এ’ বাঁধন কোন কাঠিনত্য দিয়ে গড়া নয়, নড়বরে।
একটুকু ছোঁয়ায় যেন ভেঙ্গে পড়ে !
এ’ বাঁধন গড়ে উঠেছে সন্দেহ ও মিথ্যে ছলনায়।
সে এক অদ্ভুত অভিনয় !
তবু কেন এতো ভয়,
হারিয়ে যাবার,
এ’ বাঁধন থেকে মুক্তি পাবার ?
– এলিন ( ২২/০৫/২০১২ ইং)