অনুভূতিহীন

কষ্ট আমায় আর কাঁদাতে পারেনা !

সুখ দিতে পারেনা আনন্দ।

ফুলের মাঝে আর সেই ঘ্রাণ পাই না।

পাইনা, বৃষ্টির মাঝে ছন্দ !

বেলিফুলে বাঁধা তোমার চুলে

পাইনা খুঁজে ভিন্নতা;

তোমার হৃদয়ে পাইনা আর সেই-

আমার হৃদয়ের শূন্যতা !

নির্জন পথে পাই না খুঁজে আর-

চেনা সেই সুখের দেখা;

গভীর রাতে চাঁদের সাথে-

তবু আমি যেন একা !

ঝিঁঝিঁর ডাকে আনমনে আর-

নেই না তাদের পিছু;

আমি যেন আর পৃথিবীর নই-

না, পৃথিবীর আমার কিছু।

কোন কিছুতেই পাই না আর সেই-

পুরনো অনুভূতি;

আমি যেন এক অনুভূতিহীন-

চলমান কোন গতি !

-এলিন (০৯/০১/২০১২)

পোস্টটি শেয়ার করুন :

এলিন

I'm Alin. Owner of this Blog. This is my personal Bengali Blog. I live in Dhaka, Bangladesh.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *