এশিয়ান হাতি ‘কোশিক’ : যে কোরিয়ানদেরকে অনুকরণ করতে পারে

কোশিক নামে এক কোরিয়ান হাতি, বিজ্ঞানীদের অবাক করে দিয়েছিল কোরিয়ান ভাষার উপর দক্ষতা দেখিয়ে।
কোশিক একদম অবিকল কোরিয়ানদের নকল করতে পারতো।
যেমন : সে তার ট্রাইনারের সাথে যোগাযোগ করছিল এবং উত্তরে বলছিল ‘চোয়া’, তার বাংলা মানে হলও ‘ভালো’। korean elephant mimic
গবেষকদের রিপোর্টে : কোশিক এখনও ট্রেনিং অবস্থায় রয়েছে। আপাতত সে মোট ৫ টা শব্দ বলতে পারে অবিকল কোরিয়ানদের মত করে। আর সেগুলি হলও, ‘হ্যালো, না, বসও, শুয়ে পড় এবং ভালো’।

ইউটিউব লিংক : http://youtu.be/vrKa_pcimrI

উপরের লিংকটিতে একটি ভিডিও রয়েছে, যেখানে দেখানো হয়েছে ‘কোশিক বলছে চোয়া মানে ভালো’।

পোস্টটি শেয়ার করুন :

এলিন

I'm Alin. Owner of this Blog. This is my personal Bengali Blog. I live in Dhaka, Bangladesh.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *