বাঁধন

পবিত্রতার উষ্ণ চাদর পড়িয়ে দিয়েছ।

কি করে অপবিত্র করি নিজেকে ?

সরলতার অমৃত রস গায়ে ঢেলে দিয়েছ;

দৃষ্টিতে বেঁধে দিয়েছ এক গাড় সীমা !

সজীবতার পরশ বুলিয়েছ এ’দেহে।

কি করে ছিন্ন করি এ বাঁধন ?

ছুটে যাই এক ভিন্ন কোন জগতে !

যে জগত আদৌ সৃষ্টি হয়নি –

গড়ে নিতে হবে নিজেকে।

অথবা, অপেক্ষমাণ বহুকাল ধরে –

কোন এক নতুন জগত

শুধু আমারই জন্যে !

                          এলিন (১২/০৫/২০১২ইং)

“তবুও বেঁচে আছি”

প্রকৃতির নিষ্ঠুরতা গ্রাস করে নিচ্ছে

ধীরে ধীরে আমার সর্বস্ব !

গ্রাস করে নিচ্ছে সকল মায়ার বাঁধন !

সংকুচিত হয়ে পড়ছে কৌতূহলে পরিধি।

ছিনিয়ে নিচ্ছে সরলতা-মাখা সেই ছোট্ট মন;

উদ্দীপনায় ভরা হৃদয়ের কম্পন।

ধ্বংস করে দিচ্ছে দৃষ্টির সীমানা।

Read More