আমার ডেভেলপ করা আরেকটি এন্ড্রয়েড এ্যাপ : “Depression Checker Bangla v.1.0.0”

কিছুদিন ধরে কম্পিউটারের কাজের (বিশেষ করে কোডিং নিয়ে) কোন প্রাকটিস হচ্ছিল না। ভুলেই যাবো এমন ভেবে আবার প্রাকটিস শুরু করলাম। আর তাই এই এ্যাপটি ডেভেলপ করলাম। এ্যাপটির নাম ‘ডিপ্রেশন চেকার বাংলা’। এটি একটি এন্ড্রয়েড এ্যাপ, যা আমার ফোনে এন্ড্রয়েড ৪.২ ভার্সনে ভালো মতই কাজ করে।

এ্যাপটির কাজ হচ্ছে, স্ক্রিনে একটির পর একটি প্রশ্ন আসবে যার উত্তর শুধুমাত্র ‘হ্যাঁ’ বা ‘না’ তে দিতে হবে। এমন সর্বমোট ৯ টি প্রশ্ন আসবে (আমি এই তথ্যগুলো পেয়েছি পত্রিকা থেকে, ইন্টারনেটও দেখেছি)। ব্যবহারকারীর উত্তরগুলোর উপর ভিত্তি করে ফলাফল আসবে। এতে ব্যবহারকারী জানতে পারবে সে আসলেই বিষণ্ণতা বা ডিপ্রেশনে ভুগছে কিনা। খুবই সিম্পল।

depressionchecker

ফিচারসমূহ :

১. সিম্পল ডিজাইন।

২. ‘Move to SD Card’ সাপোর্টে-ড।

 

রিকোয়ারমেন্টস :

১. একটি এন্ড্রয়েড ডিভাইস যাতে বাংলা ইউনিকোড সাপোর্ট করে।

 

আপডেট :

১.  ছোটখাটো সমস্যা দূর করা হয়েছে।

২. বিষণ্ণতা থেকে মুক্তির উপায় নিয়ে আলোচনা করা হয়েছে।

 

ডাইরেক্ট ডাউন-লোড লিংক :

ড্রপবক্স : https://www.dropbox.com/s/ul634t40gtrx9bo/DepressionCheckerBNv.1.0.1.apk?dl=0

 

বি.দ্র. যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন। কারণ অনেক সময় অনেক সাইটে দেখেছি ডাউনলোড লিংক দেয়া থাকে যা পরে কাজ করে না।

পোস্টটি শেয়ার করুন :

এলিন

I'm Alin. Owner of this Blog. This is my personal Bengali Blog. I live in Dhaka, Bangladesh.

3 thoughts to “আমার ডেভেলপ করা আরেকটি এন্ড্রয়েড এ্যাপ : “Depression Checker Bangla v.1.0.0””

  1. Hlw brother ,i want to learn about how to develop this type of bangla content app from u.I can develop app with the engish content but cannot add the bangla content .pls help me in this regard by giving your app source code through my email or by giving any tutorial link.
    kindly pls help me.
    My email id :amitpodder09@yahoo.com

    1. Thanks for your reply.
      Actually, you didn’t tell me, which process, you use to develop application for mobile. ok, I’m going to contact by using your email address.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *