জানি না কি চাই!
অশান্তি? নাকি শান্তির জীবন?
পরম সুখ? নাকি নির্জন মরন?
জানি না কিসে এতো অস্থীরতা!
কার জন্য গুনে যাই হাজার প্রহর!
জেগে জেগে পার করি সমস্ত নিশী-
কেন মিছিমিছি!
আমি জানি না।
শুধু জানি, আমি বেঁচে আছি।
শুধুই থাকি এক অজানা ঘোরে,
নিশ্চুপে আসে যায় স্মৃতি অগোচরে,
নিদারুন খেলে যায় চঞ্চলতা।
বসে বসে দেখি আমি ও
… আমার নিঃসঙ্গতা!
লেখা : এলিন ( মার্চ-১৩-২০১০ )