Firefox এর হারিয়ে যাওয়া bookmarks ফেরত পাওয়া

অনেক সময় দেখা যায় ফায়ারফক্সের বুকমার্ক মুছে যায়, কিংবা নতুন কোন নষ্ট বুকমার্কের সাথে রিপ্লেস হয়ে যায়। তখন কি করবেন!? হ্যা, সেই বুকমার্ক আবার পুনরায় ফেরত পেতে পারেন। ফায়ারফক্স বুকমার্ক অটোমেটিক ব্যাকআপ করে রাখে ভিন্ন স্থানে। সেখান থেকে আবার সেই হারিয়ে যাওয়া বুকমার্ক রিকোভার করা যাবে।

১. প্রথমে system এর C drive ( যেখানে উইন্ডোজ ইনস্টল করা আছে ) এ যেতে হবে।
২. তারপর যেতে হবে “C:\Documents and Settings\your account name\Application Data\Mozilla\Firefox\Profiles\”.

৩. profiles folder এর অধীনে আপনি awrvfkuo.default এই ধরনের একটা ফোল্ডার দেখতে পাবেন। এই ফোল্ডারটি একেকবার একেক নামে থাকতে পারে।
৪. ডাবল ক্লিক করে খুলতে হবে awrvfkuo.default ফোল্ডারটি এবং আপনি তখন এর ভিতরে আরেকটি ফোল্ডার দেখতে পাবেন “bookmarkbackups” নামে। এখানেই ফায়ারফক্স তার বুকমার্কের ব্যাকআপ রাখে। বুকমার্কের ব্যাকআপগুলি তারিখ অনুযায়ী থাকে।

৫. এখন সেখান থেকে একদম latest bookmarks টি কপি করতে হবে এবং সেটিকে অন্য কোথাও রেখে তার নাম পরিবর্তন করে “bookmarks.html” করতে হবে।
৬. নতুন পরিবর্তিত বুকমার্কটি এবার রিস্টোর করলেই ব্যবহার করতে পারবেন।

উৎস : কম্পিটার ফ্রি টিপস
সম্পাদনা ও অনুবাদ : এলিন (এডমিন) ২০০৮

পোস্টটি শেয়ার করুন :

এলিন

I'm Alin. Owner of this Blog. This is my personal Bengali Blog. I live in Dhaka, Bangladesh.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *