জানি না কি চাই আমি
কিসে হবো শান্ত;
অশান্ত হৃদয় আমার
বেদনায় আক্রান্ত।
ছটফট করে মন
অকারণ অস্থির
পারিনা রাখতে মাথা
দু’মিনিট স্থির।
এটুকু হৃদয় মোর
জানিনা কি চায়!
যত কিছু দেই তারে
তবুও কাঁদায়।
জানি না কি চাই আমি
নাকি সবই ভ্রান্ত
জানিনা কি পেলে আমি
হবো চীর-শান্ত।
মনে হয় মৃত্যুই দিতে পারে শান্তি-
আর কিছুই চাইনা-
আমি বড় ক্লান্ত।
– এলিন
Tag: এলিন
“অদ্ভুদ তুমি”
তোমায় কেন জানি বুঝেও বুঝিনা!
এতো কিছু বুঝি,
এতো কিছু জানি,
বলে ফেলি অতিতের কত ঘটনা-
শুধু তোমায় কেন জানি, বুঝেও বুঝিনা!
কখনও বা তুমি শান্ত অতি,
ধীরে ধীরে বয়ে যাওয়া কোন এক নদী;
কখনও বা উত্তাল অশান্ত ঢেউ,
অতি চেনা, সুনয়না, আমারই কেউ।
কখনও বা দ্বিধাহীন ছোট্ট শিশু,
কখনও অস্থীর, আনমনা;
… তোমায় চিনেও চিনি না,
… কেন জানি চিনতে পারি না!
-এলিন [ এপ্রিল-২০১০]
“আমি ও আমার নিঃসঙ্গতা”
জানি না কি চাই!
অশান্তি? নাকি শান্তির জীবন?
পরম সুখ? নাকি নির্জন মরন?
জানি না কিসে এতো অস্থীরতা!
কার জন্য গুনে যাই হাজার প্রহর!
জেগে জেগে পার করি সমস্ত নিশী-
কেন মিছিমিছি!
আমি জানি না।
শুধু জানি, আমি বেঁচে আছি।
শুধুই থাকি এক অজানা ঘোরে,
নিশ্চুপে আসে যায় স্মৃতি অগোচরে,
নিদারুন খেলে যায় চঞ্চলতা।
বসে বসে দেখি আমি ও
… আমার নিঃসঙ্গতা!
লেখা : এলিন ( মার্চ-১৩-২০১০ )
ঘোষনা
সার্ভারে কাজ ( আপডেট সংক্রান্ত ) চলছে, তাই হয়তো বা আমার ব্যাক্তিগত সাইট ‘alinsworld’ এবং ফটোগ্যালারী সাইট ‘photozone’ এ সাময়িক অসুবিধা হতে পারে। এমনকি সাইটের যেকোনটি ওপেন নাও হতে পারে। এই জন্য আমি আন্তরিকভাবে দূঃখিত। আগামী ৪/৫ দিনের ভিতর এই সমস্যার সমাধান হয়ে যাবে, ইনশাআল্লাহ্!!
লেখা : এলিন (এডমিন) ২০০৮
এলিনের ভূবনে লাইভ চ্যাট!!
এই সাইটটিতে একটি নতুন বিষয় যোগ করা হয়েছে। এখন থেকে আপনি এডমিনের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন; যাকে ‘লাইভ চ্যাট’ বলে। যখনই এডমিন অনলাইনে থাকবেন, তখনই আপনি এই কাজটি করতে পারবেন। এই জন্য আপনার ইয়াহু ম্যাসেঞ্জার লগইন করার দরকার হবে না। শুধুমাত্র সাইটে দেয়া ‘Chat/চ্যাটিং’ পেজটিতে ঢুকতে হবে!!
এবার ‘Nickname’ এ ক্লিক করে একটি নাম দিয়ে চ্যাটিং করতে পারবেন। ধন্যবাদ!!
লেখা : এলিন (এডমিন) ২০০৮