প্রকৃতির নিষ্ঠুরতা গ্রাস করে নিচ্ছে
ধীরে ধীরে আমার সর্বস্ব !
গ্রাস করে নিচ্ছে সকল মায়ার বাঁধন !
সংকুচিত হয়ে পড়ছে কৌতূহলে পরিধি।
ছিনিয়ে নিচ্ছে সরলতা-মাখা সেই ছোট্ট মন;
উদ্দীপনায় ভরা হৃদয়ের কম্পন।
ধ্বংস করে দিচ্ছে দৃষ্টির সীমানা।
প্রকৃতির নিষ্ঠুরতা গ্রাস করে নিচ্ছে
ধীরে ধীরে আমার সর্বস্ব !
গ্রাস করে নিচ্ছে সকল মায়ার বাঁধন !
সংকুচিত হয়ে পড়ছে কৌতূহলে পরিধি।
ছিনিয়ে নিচ্ছে সরলতা-মাখা সেই ছোট্ট মন;
উদ্দীপনায় ভরা হৃদয়ের কম্পন।
ধ্বংস করে দিচ্ছে দৃষ্টির সীমানা।
আজ আর বলবো না।
আজ আর বলবো না, হৃদয়ে জমে থাকা কষ্টের কথা।
আজ আর বলবো না।
আজ আর শোনাবো না,
হাঁসির আড়ালে লুকিয়ে থাকা কান্নার শব্দ।
আজ থাকনা পড়ে সেই সব পুরনো এক ঘেয়েমী কথাগুলো !
আজ নাই বা দেখলে হৃদয়ের সেই সব পুরনো ক্ষত,
যা প্রতিদিন দেখে যাও, গুনে যাও অবিরত।
জানি না কি চাই আমি
কিসে হবো শান্ত;
অশান্ত হৃদয় আমার
বেদনায় আক্রান্ত।
ছটফট করে মন
অকারণ অস্থির
পারিনা রাখতে মাথা
দু’মিনিট স্থির।
এটুকু হৃদয় মোর
জানিনা কি চায়!
যত কিছু দেই তারে
তবুও কাঁদায়।
জানি না কি চাই আমি
নাকি সবই ভ্রান্ত
জানিনা কি পেলে আমি
হবো চীর-শান্ত।
মনে হয় মৃত্যুই দিতে পারে শান্তি-
আর কিছুই চাইনা-
আমি বড় ক্লান্ত।
– এলিন
তোমায় কেন জানি বুঝেও বুঝিনা!
এতো কিছু বুঝি,
এতো কিছু জানি,
বলে ফেলি অতিতের কত ঘটনা-
শুধু তোমায় কেন জানি, বুঝেও বুঝিনা!
কখনও বা তুমি শান্ত অতি,
ধীরে ধীরে বয়ে যাওয়া কোন এক নদী;
কখনও বা উত্তাল অশান্ত ঢেউ,
অতি চেনা, সুনয়না, আমারই কেউ।
কখনও বা দ্বিধাহীন ছোট্ট শিশু,
কখনও অস্থীর, আনমনা;
… তোমায় চিনেও চিনি না,
… কেন জানি চিনতে পারি না!
-এলিন [ এপ্রিল-২০১০]