এলিনের ভূবনের নতুন একটি বিভাগ – অন্যান্য/Others

এলিনের ভূবনে‘ আজ নতুন একটি বিভাগ খুললাম। এখানে আমি যে সকল অতিরিক্ত বিষয় যেমন উইজেডস, গেজেডস, বিভিন্ন ধরনের গেমস, ফানী আইটেম আরো এই জাতিয় বিষয় দেয়া থাকবে। নতুন বিভাগটির (পেজটির) নাম ‘অন্যান্য/Others‘। এটিকে পাওয়া যাবে উপরের মেনুগুলোর ডানে।

এই মূহুর্তে এখানে দেয়া আছে :

১. ইউটিউবে সার্চ করুন – আপনি এর দ্বারা ইউটিউব থেকে যেকোন ভিডিও সার্চ করতে পারবেন। সার্চিং রেজাল্ট এই সাইটের এই ছোট বক্সটিটেতেই দেখতে পাবেন।


২. ওয়ার্লড ক্লক – বিশ্বের যেকোন দেশের সময় জানতে পারবেন। সর্বমোট ৫টি দেশের সময় এখানে যোগ করে রেখে দিতে পারবেন।


৩. Word of the Day – প্রতিদিন ১টি করে ইংরেজি শব্দ এবং তার অর্থ, সিনোসিমস ও ব্যবহারসহ থাকবে। যদি ফ্লাশ প্লেয়ার ইনস্টল করা থাকে তাহলে সেই ইংরেজি শব্দটির উচ্চারণও শুনতে পারবেন।


৪. প্রতি মিনিটের ছবি – এখানে প্রতি ১ মিনিট পর পর একটি করে ছবি ফ্লিকার থেকে আসবে। ফ্লিকারের বেস্ট ছবিটি আসবার চেষ্টা করবে। রেজ্যুলেশান বেশিরভাগই ভাল থাকবে।


৫. Lady Chatting Robot – এখানে আপনি ইচ্ছা করলে ‘লুলু’ নামের লেডী রবটটির সাথে চ্যাটিং করতে পারবেন। আপনি আপনার লেখা লিখে সেন্ড করলে ‘লুলু’ পরবর্তী ম্যাসেজে আপনাকে উত্তর দেবে। যেমন : ‘What is your name?’ or, ‘name’ লিখলে সে উত্তর দেবে ‘My name is Lulu.’। অবশ্যই লেখাগুলি ইংরেজিতে হতে হবে। লুলু একটি লেডী রবট যে শুধুমাত্র ইংরেজি বোঝে।

দেখুন পেজটির স্ন্যাপশট :

লেখা : এলিন (এডমিন) ২০০৮

পোস্টটি শেয়ার করুন :

এলিন

I'm Alin. Owner of this Blog. This is my personal Bengali Blog. I live in Dhaka, Bangladesh.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *