NFC Wristband দিয়ে স্মার্ট-ফোন নিয়ন্ত্রণ

হাতে ব্যবহার করার জন্য নতুন এক ধরনের রিস্টব্যান্ড তৈরি হয়েছে যার নাম এনএফসি রিস্টব্যান্ড। এই রিস্টব্যান্ডটি দিয়ে আপনি আপনার স্মার্ট-ফোনকে নিয়ন্ত্রণ করতে পারবেন, যেমন : ফোনের এ্যালার্ম বন্ধ করা, ভলিয়্যুম কমানো বা বাড়ানো ইত্যাদি।
স্প্যানিশ ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীদের একটি গ্রুপ এটি তৈরি করেছে। এর জন্য প্রয়োজনীয় এ্যাপ ডাউন-লোড করে ইন্সটল করে নিতে হয় ফোনে এবং হাতে এই রিস্টব্যান্ডটি ব্যবহারের মাধ্যমে ফোনের সকল কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করা যায় ফোনটিকে কোন প্রকার না ধরে।
রিস্টব্যান্ডটি ‘ওয়াটার-প্রুফ’ যার ফলে পানি লাগলে বা পানিতে পড়ে গেলেও এর কোন ক্ষতি হবার সম্ভাবনা থাকে না। রিস্টব্যান্ডটি ডিজাইন করা হয়েছে আমাদের দৈনন্দিন জীবনে প্রতি নিয়ত ব্যবহার উপযোগী করে। এতে ‘ন্যাচারাল রাবার’ ব্যবহার করা হয়েছে যেন এর স্থায়িত্ব বাড়ে।

রিস্টব্যান্ড
রিস্টব্যান্ড

লেখা : এলিন ২০১৩

পোস্টটি শেয়ার করুন :

এলিন

I'm Alin. Owner of this Blog. This is my personal Bengali Blog. I live in Dhaka, Bangladesh.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *