দ্য মোস্ট স্টাইলিশ উইম্যান পুরষ্কার পেয়েছেন ‘হেলেন মিরেন’

অস্কার-বিজয়ী তারকা হেলেন মিরেন (৬৩) ‘দ্য মোস্ট স্টাইলিশ উইম্যান’ পুরষ্কার পেয়েছেন। ‘ইন্সপিরেশন অ্যাওয়ার্ডস ফর উইমেন’-এর অনুষ্ঠানে লম্বা স্কার্ট ও জ্যাকেটের সমন্বয়ে রুচিশীল পোশাকে হাজির হয়ে তিনি সবচেয়ে কেতাদুরস্ত পোশাক পরা নারীর খেতাব জয় করেন। এই কিংবদন্তি অভিনেত্রীর এ সাজের কাছে হার মানেন কেইরা নাইটলি, ইয়াসমিন লে বন ও অ্যাগিনেস ডেইন।

helen-mirren-white-dress

হেলেন মিরেনের আরেকটি নতুন খবর হচ্ছে, তিনি বিশিষ্ট পরিচালক জুলি টেমুরের নতুন ছবিতে অভিনয় করছেন। শেক্সপিয়ারের বিখ্যাত নাটক দ্য টেম্পেস্ট-এর কাহিনী অবলম্বনে ছবিটি নির্মাণ করা হবে। নভেম্বরে হাওয়াই দ্বীপে এ ছবির শুটিং শুরু হবে।

উৎস : প্রথমআলো ২০০৮

পোস্টটি শেয়ার করুন :

এলিন

I'm Alin. Owner of this Blog. This is my personal Bengali Blog. I live in Dhaka, Bangladesh.