নিঃসঙ্গ পুরুষের জন্য Robot Girlfriend

রোবটটি খুবই বন্ধু-ভাবাপন্ন, কিঞ্চিত বড় সাইজের, এবং সে ব্যাটারির সাহায্যে চলাফেরা করতে সক্ষম ।
Sega, যাকে বেশির ভাগ মানুষ চিনে বাসার ভিডিও গেম হিসাবে যা এইবার পরিচিত করিয়ে দিল এই রোবটটির সাথে। রোবটটি একটি মেয়ে রোবট,

যার উচ্চতা ১৫ ইঞ্চি লম্বায় এবং নাম দেয়া হয়েছে ‘Girlfriend’। এই রোবটটি কমান্ডের মাধ্যমে চুম্বন করতেও সক্ষম ঠিক টার্গেট-মত কোন বড় নিঃসঙ্গ মানুষকে । এই রোবটটির রিয়েল নাম রাখা হয়েছে “EMA” (ইমা), যার পুরো অর্থ দ্বারায় Eternal Maiden Actualization। ইহা মানুষের মাথার মত ভাঁজ করতে পারে এবং লাভ-মোডে যেতে পারে সম্পূর্ণ সেন্সর ব্যবহার করে। এই রোবটটি খুবই ভালোবাসার যোগ্য এবং সে কোন মানুষ না কিন্তু একদম আসলে গার্ল-ফ্রেন্ডের

মত আচরণ করতে পারে।
EMA ব্যবসায়ে ব্যবহারযোগ্য কার্ডে সাইনও করতে পারে এবং ড্যান্স দিতে পারে।
Sega আশা করছে এর বিক্রি হতে পারে প্রথম বচরেই ১০ হাজার এর মত ।

এলিনের ভূবনের নতুন একটি বিভাগ – অন্যান্য/Others

এলিনের ভূবনে‘ আজ নতুন একটি বিভাগ খুললাম। এখানে আমি যে সকল অতিরিক্ত বিষয় যেমন উইজেডস, গেজেডস, বিভিন্ন ধরনের গেমস, ফানী আইটেম আরো এই জাতিয় বিষয় দেয়া থাকবে। নতুন বিভাগটির (পেজটির) নাম ‘অন্যান্য/Others‘। এটিকে পাওয়া যাবে উপরের মেনুগুলোর ডানে।

এই মূহুর্তে এখানে দেয়া আছে :

১. ইউটিউবে সার্চ করুন – আপনি এর দ্বারা ইউটিউব থেকে যেকোন ভিডিও সার্চ করতে পারবেন। সার্চিং রেজাল্ট এই সাইটের এই ছোট বক্সটিটেতেই দেখতে পাবেন।


২. ওয়ার্লড ক্লক – বিশ্বের যেকোন দেশের সময় জানতে পারবেন। সর্বমোট ৫টি দেশের সময় এখানে যোগ করে রেখে দিতে পারবেন।


৩. Word of the Day – প্রতিদিন ১টি করে ইংরেজি শব্দ এবং তার অর্থ, সিনোসিমস ও ব্যবহারসহ থাকবে। যদি ফ্লাশ প্লেয়ার ইনস্টল করা থাকে তাহলে সেই ইংরেজি শব্দটির উচ্চারণও শুনতে পারবেন।


৪. প্রতি মিনিটের ছবি – এখানে প্রতি ১ মিনিট পর পর একটি করে ছবি ফ্লিকার থেকে আসবে। ফ্লিকারের বেস্ট ছবিটি আসবার চেষ্টা করবে। রেজ্যুলেশান বেশিরভাগই ভাল থাকবে।


৫. Lady Chatting Robot – এখানে আপনি ইচ্ছা করলে ‘লুলু’ নামের লেডী রবটটির সাথে চ্যাটিং করতে পারবেন। আপনি আপনার লেখা লিখে সেন্ড করলে ‘লুলু’ পরবর্তী ম্যাসেজে আপনাকে উত্তর দেবে। যেমন : ‘What is your name?’ or, ‘name’ লিখলে সে উত্তর দেবে ‘My name is Lulu.’। অবশ্যই লেখাগুলি ইংরেজিতে হতে হবে। লুলু একটি লেডী রবট যে শুধুমাত্র ইংরেজি বোঝে।
Read More

রোবটের মাথায় জীবন্ত কোষ!

রোবট তৈরির ক্ষেত্রে চাঞ্চল্য ফেলে দিয়েছেন বিজ্ঞানীরা৷ সম্প্রতি তারা এমন রোবট তৈরি করেছেন যার মাথায় রয়েছে বায়োলজিক্যালব্রেইন৷ ফনে রোবটটি নিজেই নিজেকে পরিচালিত করতে পারে৷ তার কার্যক্রম পরিচালনার জন্য বাইরে থেকে কমপিউটারভিত্তিক কোনো কমান্ড দেয়ার প্রয়োজন হয় না৷ কোনো সমস্যা হলে নিজেই নিজের ডাক্তারের ভূমিকা নিতেও সক্ষম এই রোবট৷ এ পর্যায়ে রোবটটির নাম দেয়া হয়েছে গর্ডন৷ আর এটি তৈরি করেছেন যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা৷
রোবটের মধ্যে বায়োলজিক্যালব্রেইন হিসেবে তারা ব্যবহার কছেন ইঁদুরের মস্তিষ্কের কোষ৷ আর এই কোষ থেকে সঙ্কেত পাওয়ার ভিত্তিতেই কাজ করছে গর্ডন৷ বিজ্ঞানীরা রোবটের মধ্যে ইঁদুরের তিন লাখ স্নায়ুকোষ স্থাপন করেছেন৷ এই স্নায়ুকোষ একটি সোলারের (প্রতিফলিত শব্দতরঙ্গের সাহায্যে পানিতে নিমজ্জিত বস্তুর সন্ধান ও তার অবস্থান নির্ণয় করার যন্ত্র) মাধ্যমে রোবটকে দিকনির্দেশনা দেবে৷

প্রাথমিক পর্যায়ে এখন এসব স্নায়ুকোষকে শেখানো হচ্ছে যে কীভাবে গর্ডন তার চলাফেরা নিয়ন্ত্রণ করবে এবং কীভাবে নিজের চলার পথের সব প্রতিবন্ধকতা দূর করবে৷ আশেপাশের পরিবেশ সম্পর্কেও স্নায়ুকোষগুলোর থাকবে সুস্পষ্ট ধারণা৷ ইঁদুরের মস্তিষ্কের শ্বেত পদার্থের বহিরাবরণ নিয়ে রোবটটির মস্তিষ্ক তৈরি করা হয়েছে৷ স্নায়ুকোষগুলো জীবন্ত থাকায় বিদ্যুত্বাহী যন্ত্রপাতির সাথে এদেরকে না রেখে একটি পৃথক তাপনিয়ন্ত্রিত কেবিনে রাখা হয়েছে৷

 

Read More