আজ আর বলবো না।
আজ আর বলবো না, হৃদয়ে জমে থাকা কষ্টের কথা।
আজ আর বলবো না।
আজ আর শোনাবো না,
হাঁসির আড়ালে লুকিয়ে থাকা কান্নার শব্দ।
আজ থাকনা পড়ে সেই সব পুরনো এক ঘেয়েমী কথাগুলো !
আজ নাই বা দেখলে হৃদয়ের সেই সব পুরনো ক্ষত,
যা প্রতিদিন দেখে যাও, গুনে যাও অবিরত।
আজ নাইবা নিলে স্বাদ অশ্রুর তিক্ততা।
আজ আর বলবো না,
আজ আর বলবো না হৃদয়ের জমে থাকা সেই কষ্টের কথা।
আজ আর বলবো না, রাতের নীরবতা কি বলে।
দেখাবো না, চাঁদ কাকে সঙ্গ দিয়ে চলে।
আজ তারার রাজ্যে নেবো না তোমায়।
দেখাবো না আমার এই দার্শনিকতা।
ভয় নেই !
আজ আর বলবো না হৃদয়ের জমে থাকা সেই পুরনো কষ্টের কথা।
আজ আর বলবো না !
আজ শুধু শুনে যাবো, নীরবতা কি বলে।
আজ শুধু দেখে যাবো, তোমার মায়াভরা চোখের কম্পন।
আজ সব হবে, অনুভবে, কোন কথা ছাড়া –
আজ গুনে যাবো, গুনে যাবো তোমার প্রতিটি হৃৎস্পন্দন।
আজ তৃষ্ণা মেটাবো তোমার অশ্রু পানে,
নীরবতা কাটাবো হৃদকম্পনে।
ঘ্রাণ নেবো তোমার চুলের।
কি দরকার !
কি দরকার অযথা – হাসনাহেনা, জুঁই, সিউলী ফুলের !
আজ আর দেখাবো না হৃদয়ের অস্থিরতা।
আজ আর লিখবো না !
লিখবো না নিজেকে নিয়ে সেই একঘেয়েমি কবিতা।
আজ সব হবে অনুভবে –
যাবো তোমার মাঝে হারিয়ে,
আজ পুরো রাতটাই, আজ পুরো রাতটাই সব হবে তাই –
শুধু তোমাকে নিয়ে !
– এলিন (১৫/১২/২০১১, রাত – ১.০৫ টা)