খাবার নিয়ে কুসংস্কার

(১) মালদ্বীপের মহিলারা গর্ভাবস্থায় মাংস খায় না। তাদের ধারণা, এতে হাঁপানি রোগ হয়।

(২) সিরিয়া ও লেবাননে শিশুদের ডিম খিতে দেয়া হয় না। তাদের ধারণা, ডিম কামুকতা বাড়ায়।

(৩) নাইজেরিয়ার কিছু কিছু সম্প্রদাযের ধারণা, শিশুদের ডিম খাওয়ালে তারা চোর হয়ে যায়।

(৪) বাংলাদেশের কিছু কিছু গর্ভবতী মহিলা আনারস খায় না গর্ভপাত হওয়ার ভয়ে। অনেকে আবার হাঁসের ডিম খায় না গর্ভের সন্তানের গলার স্বর হাঁসের মতো হবে বলে। আবার কিছু মহিলা যমজ কলা খায় না যমজ সন্তান হওয়ার ভয়ে।

উৎস : আমার দেশ ২০০৮

উইন্ডোজের একাউন্ট পাসওয়ার্ড ভুলে গেলে!

উইন্ডোজের একাউন্ট পাসওয়ার্ড ভুলে গেলে উইন্ডোজ ওপেন করে কাজ করা সম্ভব। কম্পিউটার অন করার পর যখন উইন্ডোজ একাউন্ট পাসওয়ার্ড চাইবে তখন Ctrl+Alt চেপে ধরে Delete বাটনে দু’বার চাপ দিন। দেখবেন নতুন একটি উইন্ডো আসবে আর সেটিতে User nameAdministrator লিখে Ok ক্লিক করুন। দেখবেন উইন্ডোজ ওপেন হবে।

লক্ষণীয় : যারা উন্ডোজ ইনস্টল দেবার সময় ‘এডমিন’ পাসওয়ার্ড দিয়েছেন, তাদের বেলাতে হয়তো বা এই পদ্ধতি কাজ করবে না। তারা এডমিনের যে পাসওয়ার্ড দিয়েছেন সেটা দিতে হবে। তাহলেই কম্পিউটার ওপেন হবে।

উৎস : যুগান্তর ২০০৮
সম্পাদনা : এলিন (এডমিন)

নির্দিষ্ট সময়ে গান শোনাবে কম্পিউটার

সময় হলেই আপনার পছন্দের গানটি শোনাবে আপনার কম্পিউটার। আর তা করার জন্য টাস্ক সিডিউলে যোগ করতে হবে পছন্দের গান। আর এ কাজটি করতে হলে প্রথমে অপারেটিং সিস্টেমের Start মেন্যুর Programs-এর Accessories থেকে System tools-এ গিয়ে Scheduled task -এ ক্লিক করুন। তারপর Add scheduled task আইকনে দু’বার ক্লিক করুন। এরপর Next -এ ক্লিক করে Application-এ গান বাজানোর উপযোগী যে কোন সফটওয়্যার নির্বাচন করে Next বাটনে ক্লিক করুন। এরপর গান শোনার সময় দৈনিক বা সাপ্তাহিক সিলেক্ট করে Next-এ চাপুন। তারপর নির্দিষ্ট সময় লিখে Finish বাটনে ক্লিক করলেই কাজ হয়ে যাবে।

উৎস : যুগান্তর ২০০৮

জেনে নিন

ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান ক্যাসিও প্রতিষ্ঠিত হয় ১৯৪৬ সালে। প্রতিষ্ঠাতা ছিলেন টাডাও ক্যাসিও। এর প্রথম পণ্য ছিল একটি বিশেষ অংশটি যা দিয়ে সিগারেট আটকে রাখা যেত।

উৎস : যুগান্তর ২০০৮