(১) মালদ্বীপের মহিলারা গর্ভাবস্থায় মাংস খায় না। তাদের ধারণা, এতে হাঁপানি রোগ হয়।
(২) সিরিয়া ও লেবাননে শিশুদের ডিম খিতে দেয়া হয় না। তাদের ধারণা, ডিম কামুকতা বাড়ায়।
(৩) নাইজেরিয়ার কিছু কিছু সম্প্রদাযের ধারণা, শিশুদের ডিম খাওয়ালে তারা চোর হয়ে যায়।
(৪) বাংলাদেশের কিছু কিছু গর্ভবতী মহিলা আনারস খায় না গর্ভপাত হওয়ার ভয়ে। অনেকে আবার হাঁসের ডিম খায় না গর্ভের সন্তানের গলার স্বর হাঁসের মতো হবে বলে। আবার কিছু মহিলা যমজ কলা খায় না যমজ সন্তান হওয়ার ভয়ে।
উৎস : আমার দেশ ২০০৮