ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালী ন্যাশনাল পার্ক এ অবস্থিত প্যানামিন্ট পাহারের উত্তরের দিকের রেস-ট্রাক প্লায়া নামক লেক/হৃদ বেশিরভাগ সময়ই থাকে শুকনো। এই জন্য একে ড্রাই লেক বা শুকনো হৃদ বলে। ইহা ‘সেইলিং স্টোন’ এর জন্য বিখ্যাত। যেখানে পাথরখন্ডগুলি অদ্ভুতভাবে নড়াচড়া করছে। এক স্থান থাকে অন্য স্থানে সরে আসছে, ঠিক যেমন কোন গাড়ি চলাচল করে।
রেস-ট্রাক এর এই সেইলিং স্টোন এক অসাধারণ ভৌগলিক সৌন্দর্য বয়ে আনে। পাথরখন্ডগুলি ধীরে ধীরে নড়াচড়া করে এবং প্লায়ার এক স্থান থেকে অন্য স্থানে অতিক্রম করে কোন প্রকার মানুষ বা পশু ছাড়াই। এই পাথরখন্ডগুলি কেবল প্রতি দুই বা তিন বছরে মাত্র একবার নড়াচড়া করে এবং তা প্রায় দুই/তিন বছর ধরে চলতে থাকে। পাথরখন্ডগুলি কোন কোন সময় চলতে চলতে গতিপথ পরিবর্তন করে ফেলে আবার হঠাৎ থেমে যায়। এই ‘সেইলিং স্টোন’ দেখা যায় বেশিরভাগ শীতের শক্তিশালী বাতাসে যার ক্ষমতা থাকে প্রতি ঘণ্টায় ৯০ মাইল এর বেশি।