“আমি ও আমার নিঃসঙ্গতা”

জানি না কি চাই!
অশান্তি? নাকি শান্তির জীবন?
পরম সুখ? নাকি নির্জন মরন?
জানি না কিসে এতো অস্থীরতা!
কার জন্য গুনে যাই হাজার প্রহর!
জেগে জেগে পার করি সমস্ত নিশী-
কেন মিছিমিছি!
আমি জানি না।
শুধু জানি, আমি বেঁচে আছি।
শুধুই থাকি এক অজানা ঘোরে,
নিশ্চুপে আসে যায় স্মৃতি অগোচরে,
নিদারুন খেলে যায় চঞ্চলতা।
বসে বসে দেখি আমি ও

… আমার নিঃসঙ্গতা!

 

লেখা :  এলিন ( মার্চ-১৩-২০১০ )

Windows XP তে সিস্টেমের ইনফরমেশন দেখা

আপনি যেকোন সিস্টেমের information গুলি দেখতে পারেন কমান্ড প্রমট ব্যবহার করে। এর দ্বারা আপনি সিস্টেমের processor, Bios, Available Physical Memory, OS Configuration, networking information, installed hot fixes and System up Time ইত্যাদি জানতে পারবেন।

যা করতে হবে :
১. প্রথমে Start button এ ক্লিক করুন -> তারপর Run option এ ক্লিক করুন -> টাইপ করুন cmd -> এবং Ok button এ চাপুন। ( Command Prompt ওপেন হবে )

২. এবার command prompt এ টাইপ করুন systeminfo এবং এন্টার চাপুন। সকল ইনফরমেশন দেখতে পাবেন।

উৎস : কম্পিউটার ফ্রি টিপস
সম্পাদনা ও অনুবাদ : এলিন (এডমিন) ২০১০

বাংলা লেখার জন্য চমৎকার একটি সফ্‌টওয়্যারের নাম ‘অভ্র’

বেশ কিছুদিন আমার ব্লগ বন্ধ হয়েছিল। তাই নতুন পোষ্ট করতে পারি নাই। আবার নতুন করে ব্লগটি ঠিক করেছি। ডাটাবেজ এর ব্যাকআপ সবসম্ই রেখে দিতাম, তাই রক্ষ্যে। আমি জানতাম ফ্রী হোস্টিং এর কিছু না কিছু প্রবলেম হতেই পারে। যা হোক।

আপনি বাংলা লিখতে কোনটি ব্যবহার করেন? আমি আগে বিজয় ব্যবহার করতাম। কিন্তু এখন অভ্র ব্যবহার করি। অভ্র একটি চমৎকার সফ্টওয়্যার। এটি দ্বারা আপনি ইউনিকোডে বাংলা লিখতে পারবেন।

কোন ঝামেলা হবে না। আমি অভ্র পেয়ে দারুন উপকৃত ও অত্যান্ত খুশি হয়েছি। এই জন্যই এই পোষ্টটি করলাম।

‘অভ্র কিবোর্ড স্ট্যান্ডারড এডিশান নামের’ সফ্টওয়্যারটি ডাউনলোড করে আপনি ইনস্টল করার পর, যে কোন স্থানে বাংলা লিখতে পারবেন। আমার এই ব্লগেও বাংলায় মন্তব্য লেখার জন্য এটি ব্যবহার করতে পারেন।

avro

নিচের ইমেজটিতে ক্লিক করুন এবং ‘অভ্র’ সফ্‌টওয়্যারটি ডাউনলোড করুন :

ইমেজটি ওমি ভাইয়ের ব্লগ থেকে নেয়া হয়েছে। Read More

বিখ্যাত ব্যক্তিদের অটোগ্রাফ…

অনেকদিন পরে আবার এলাম কিছু রেয়ার কালেকশান নিয়ে। কালেকশানটি অনেকেরই থাকতে পারে। তবে, যাদের নাই তাদের জন্য এখানে শেয়ার করলাম।

rare-autographs

কালেকশানটি হলো কিছু বিখ্যাত ব্যক্তিদের অটোগ্রাফের কালেকশান। উপরে ইমেজ ফাইলে ২/৩টি সেম্পল দিলাম, শুধুমাত্র দেখবার জন্য। আর মূল পিডিএফ ফাইলটি এখানে ক্লিক করে ডাউনলোড করুন।

লেখা : এলিন (২০০৯)

অনেক দিন ঠিক মত ব্লগ লেখা হচ্ছে না…

এখন আর ব্লগে তেমন লেখা হয় না। বেশ ব্যাস্ত হয়ে পড়েছি। একটা জব করছি, ‘খান ব্রাদার’স’ এ। অফিস থেকে ফিরে বাসাতে এসে আর নেটে ঢোকা পড়ে না। তবে চেষ্টা করে যাবো কিছু না কিছু লেখার জন্য। আর আমার তো ঠিক নাই, হঠাৎ করেই মনে হতে পারে জব করবো না, ব্যাস…।