বিশ্বর সবচেয়ে দামি মোবাইল ২ কোটি ৫৬ লাখ টাকা

বিশ্বের সবচেয়ে দামি মোবাইল ফোন তৈরি করেছে সুইস ইন্টারনেট ফোন কোম্পানি ভিআইপিএন। দশমিক ২৫ ক্যারাটের ডায়মন্ডের কন্ট্রোল বাটনসহ ‘দি ব্লাক ডায়মন্ড’ নামের এ মোবাইলটির দাম ২ লাখ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় ২ কোটি ৫৬ লাখ। এ সেটটির ডিজাইন করেছেন, বিখ্যাত সেট ডিজাইনার জ্যারেন গুহ। সেটটির বডি তৈরি করা হয়েছে মূল্যবান টাইটানিয়াম ধাতু দিয়ে। এতে সেনসিটিভ টাচ কি-প্যাড, ক্যামেরা ও মোমোরি কার্ড স্লট, মিরর ফিনিস সেল প্রভৃতি বিদ্যমান। জানা গেছে, এ মোবাইল ফোন সেটটির শুধু কন্ট্রেল বাটনেই নয়, আরো অনেক স্থানে রয়েছে ডায়মন্ডের প্রলেপ। জ্যারেন গুহ এর আগেও সনি এরিকসনসহ অনেক দামি ব্ল্যাক ডায়মন্ডের মোবাইল তৈরি করলেও এটিই হলো বিশ্বের সবচেয়ে দামি মোবাইল ফোন। সবচেয়ে মজার ঘটনা হলো এটি নিমিষেই রং বদলাতে পারে। এর রং রুপালি কিন্তু চালু অবস্থায় নিমিষেই নিকষ কালো রং ধারণ করতে পারে। ভিআইপিএন আপাদত ৫টি এ ধরনের দামি মোবাইল ফোন তৈরে করেছে। ইতোমধ্য এ সেটটি কিনতে আগ্রহ প্রকাশ করেছে অনেক বিখ্যাত ব্যাক্তি।

উৎস : আমার দেশ ২০০৮

পোস্টটি শেয়ার করুন :

এলিন

I'm Alin. Owner of this Blog. This is my personal Bengali Blog. I live in Dhaka, Bangladesh.