উইন্ডোজ এক্সপিতে কি Auto run CD এনাবল বা ডিসেবল করা

উইন্ডোজ এক্সপিতে সিডি/ডিভিডি রোমে কোন সিডি/ডিভিডি প্রবেশ করামাত্রই সেটা রান করে। এই ফিচারটি খুবই সুবিধাজনক। তবে মাঝে মাঝে এটি বিরক্তির কারণ হয়ে দ্বারায়। তখন এই ফিচারটিকে বন্ধ করার প্রয়োজন পড়ে।

কি করে অটোরান সিডি ফিচারটি বন্ধ করা যায় :

১. ক্লিক করুন Start button -> Run option এ ক্লিক করুন -> টাইপ করুন regedit -> এবং Enter বাটন চাপুন।
২. ক্লিক করুন HKEY_LOCAL_MACHINE -> তারপর SYSTEM -> CurrentControlSet ক্লিক করুন -> Services এ ক্লিক করুন -> Cdrom -> Autorun এ ডাবল ক্লিক করে Value Data তে ভ্যালু পরিবর্তন করুন ( যদি ভ্যালু 0 করে দেন তাহলে disable হবে আর যদি 1 করে দেন তাহলে enable হবে।

উৎস : কম্পিউটার ফ্রি টিপস
সম্পাদনা ও অনুবাদ : এলিন (এডমিন) ২০০৮

speech recognition : মাইক্রোফোনের সাহায্যে কমান্ড প্রয়োগ

Microsoft Office XP এর সাথে speech recognition ফিচারটি রয়েছে। যেটা ইনস্টল করে আপনি আপনার মাইক্রোফনের দ্বারা Microsoft Excel অথবা Microsoft Word এ কমান্ড প্রোয়গ করতে পারবেন।

এর জন্য যা করতে হবে :

‌১. প্রথমে ক্লিক করুন Start button -> তারপর Control Panel এ যান এবং Add or Remove Programs এ ক্লিক করুন। Read More

চক্ষু পরীক্ষা

আপনার চোখটি কি ভালো আছে? আপনি কি চোখটি পরীক্ষা করাতে চান? হ্যা, এখন ঘরে বসেই আপনি পারেন আপনার চোখটি পরীক্ষা করতে শুধুমাত্র ইন্টারনেটের সাহায্যে।

দেখুন তাহলে… Read More

স্বামী আর স্ত্রী

একটি আন্তর্মহাদেশীয় ট্রেনে এক ব্যক্তি আর এক মহিলা একই কম্পার্টমেন্টে শোওয়ার জায়গা পেয়েছেন। প্রথমে কিছুক্ষণ উসখুস করলেও দুজনেই খুব ক্লান্ত থাকায় অল্পক্ষণের মধ্যেই তারা ঘুমিয়ে পড়লেন। ভদ্রলোক উপরের বার্থে আর ভদ্রমহিলা নীচের বার্থে।

মাঝরাতে হঠাৎ ভদ্রলোকের ঘুম ভাংল। তিনি একটু ইতস্তত করে ভদ্রমহিলাকে ঘুম থেকে জাগিয়ে বললেন ” দেখুন কিছু মনে করবেন না , আমার এত ঠান্ডা লাগছে, আপনি কি দয়া করে আমার সুটকেস থেকে একটা কম্বল বার করে আমায় দেবেন ?”

ভদ্রমহিলা উত্তরে বললেন ” আমার আরো একটা ভালো আইডিয়া আছে। আজকের রাতের জন্য মনে করি না আমরা স্বামী আর স্ত্রী?”

ভদ্রলোক খুব অবাক আর মনে মনে খুব খুশি হয়ে বললেন ” ওয়াও!!! দারুণ আইডিয়া!! তাহলে এখন আমার কি করা উচিত?”

“উঠুন আর নিজের কম্বল নিজে নিয়ে নিন। ”

উৎস : বিডিজোকস ২০০৮