মাইক্রোসফট এক্সেল : শুধুমাত্র সংখ্যা ছাড়া শিটের বাকী সকল ক্যারেক্টার মুছে ফেলা

মনে করি আমার একটি ওয়ার্কশীট রয়েছে এবং তাতে অনেক ডাটা রয়েছে। ডাটাগুলো সব প্রায় এই রকম, ABCD4578124YUIOH । অর্থাৎ ক্যারাক্টার এবং নাম্বার একত্রে রয়েছে। এবং আমি চাই ওয়ার্কশীটের সকল ডাটা থেকে ‘non-numeric characters’ মানে সংখ্যা ছাড়া বাকী সকল কিছু মুছে ফেলতে।

তাহলে দেখা যাক কি করে এই কাজটি করতে হবে :

পদ্ধতি : ১

  • (Office 2010 বা নতুন ভার্সনের জন্য) Developer এ ক্লিক করতে হবে > Visual Basic এ ক্লিক করতে হবে  ( Microsoft Visual Basic ওপেন হবে।) > (Visual Basic এর উইন্ডো থেকে) Insert এ ক্লিক করতে হবে > Module এ ক্লিক করতে হবে> এরপর নিচের কোডগুলি কপি করে পেস্ট করতে সেই উইন্ডোতে।

এই কোডগুলো কপি করে বসাতে হবে :

Sub RemoveAlphas()

Dim intI As Integer

Read More

রং নম্বর এবং আমি ও এক আফ্রিকান

সেদিন রাতে প্রায় ১ টার সময়, একটি কল এলো। আমি কলটি রিসিভ করতেই অবস্থা খারাপ। :p

কে যেন আজগুবি ভাষায় কথা বলছে। কথা শুনে মনে হচ্ছে ইংরেজি সিনেমায় জংগলের দৃশ্যে যেমন কিছু মানুষ দেখায়, কালো দেহ এবং জামাকাপড় বলতে গেলে থাকেনা, আর হাতে থাকে বর্শা, সর্বক্ষণ তারা শিকারের নেশায় থাকে, এমন কারও সাথে কথা বলছি। আমি প্রথম দিকে অনেকটা অবাক এবং কৌতূহলী হয়ে গেলাম।

আমি তাকে কোন মতেই বুঝাতে পারছিলাম না আমি তার ভাষাটি বুঝতে পারছি না। কারণ সে আবার ইংরেজি বোঝেনা, শুধুমাত্র কয়েকটি শব্দ বোঝে। আমি আমার আম্মুকে দিলাম ফোনটি কারণ আম্মু অনেকটা মজা পাবে তাই। পরে আবার আম্মু আমাকে ফোনটি দিয়ে দিল আর বলল আমি যেন ইংরেজিতে তাকে বলি এটা বাংলাদেশ। আমি ইংরেজিতে তাকে এটা বাংলাদেশ শুধু এটাই-না আরও অনেক কিছুই বলতে লাগলাম। বাঙ্গালিদের থেকে ভিন্ন কোন দেশের মানুষের সাথে ইংরেজি বলাটা আমার কাছে তুলনামূলক সহজ মনে হয়। 🙂

কি আর করা আমি আমার মত ইংরেজি বলে যাচ্ছি আর তিনি তার মত আজগুবি ভাষা। এমনটি হয়েছে প্রায় ৩০ মিনিটের মত।

Read More

Huge new prime number discovered

Los Angeles, Sep 28 (BBC Online) – Mathematicians in California could be in line for a $100,000 prize (£54,000) for finding a new prime number which has 13 million digits.

Prime numbers can be divided only by themselves and one.

The prize was set up by the Electronic Frontier Foundation to promote co-operative computing on the Internet.

Read More