১২ মাসে তেরশ’ রোগে ভোগে এদেশের মানুষ। চলতি বন্যায় দেশ জুড়ে কলেরা আর ডায়রিয়া, কনজাংটিভাইটিস (চোখ ওঠা) এর প্রকোপ। জীবন বাঁচাতে ডাক্তার আর হাসপাতাল প্রতিদিনের সঙ্গী। কিন্তু কোথায় কার কাছে যাবো এই নিয়ে চিন্তায় অস্থির অনেকেই। চিকিৎসা সেবা সম্পর্কে বিস্তারিত জানতে অনলাইনে সঙ্গী করে নিন স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইটগুলো। হয়তো সহজ সমাধান পেয়েও যেতে পারেন।
বাংলাদেশের স্বাস্থ্য সম্পর্কিত কয়েকটি ওয়েবসাইটের খোঁজখবর দেয়া হলো এখানে: –
www.bdhealth.com : এই ওয়েবসাইটটি বাংলাদেশের একটি বড় স্বাস্থ্য বিষয়ক তথ্যভাণ্ডার। এ সাইটে প্রায় আট হাজার চিকিৎসকের পূর্ণ প্রোফাইল ছাড়াও রয়েছে আট হাজারের ওপর স্বাস্থ্যসেবার (হাসপাতাল, ক্লিনিক ইত্যাদি) খবর। প্রাথমিক চিকিৎসার বর্ণনা, রক্ত জোগাড়’র সম্পর্কিত তথ্য, জরুরি ফোন নাম্বার, ২৪ ঘণ্টা ফার্মেসি সেবা’র খবরও এখানে পাওয়া যাবে। এছাড়া সাইটটিতে আছে ‘সিমটম চেকার’ যার সাহায্যে লক্ষণ দেখে রোগ নির্ণয়সহ গুরুত্ত্বপূর্ণ আরো অনেক সাহায্য পাওয়া যাবে।
www.doctorsofbangladesh.com: এ সাইট বাংলাদেশের চিকিৎসক, হাসপাতাল, ক্লিনিক এবং ডায়গনস্টিক সেন্টার সর্ম্পকিত ডাটাবেস, যেখান থেকে আপনি এ সম্পর্কে তথ্য জোগাড় করতে পারবেন। এতে আছে অনলাইন প্রেসক্রিপশন, ভার্চুয়াল ব্লাড ব্যাংক ইত্যাদি। এতে আরও তথ্য পাওয়া যাবে জরুরী অবস্থায় কোথায় যোগাযোগ করতে হবে। হেলথ টিপস, ডাক্তারের খোঁজ-খবরও পাওয়া যাবে এই সাইট থেকে। এ সাইটটি ডেভেলপ করেছে টেকডোমেইন।
www.doctorsbd.com: সাইটটি বাংলাদেশের রোগী ও চিকিৎসকদের জন্য মিলনকেন্দ্র। এ সাইটে আছে বাংলাদেশের চিকিৎসকদের ডাটাবেস, যেখান থেকে আপনি যে কোনো চিকিৎসক সম্পর্কে তথ্য জোগাড় করতে পারবেন। একই সঙ্গে আপনি তথ্য পেতে পারবেন হাসপাতাল, ক্লিনিক, ফার্মাসিউটিক্যালস, মেডিক্যাল এবং ডায়গনস্টিক সেন্টার সম্পর্কেও। এতে আছে অনলাইন প্রেসক্রিপশন, ভার্চুয়াল ব্ল্যাড ব্যাংক, ভার্চুয়াল আই ব্যাংক, ভার্চুয়াল কিডনি ব্যাংক ইত্যাদি। প্রকাশনা, চিকিৎসা বিষয়ক সাময়ীকি, নতুন ওষুধ, উচ্চ শিক্ষা, চিকিৎসা বিষয়ক যন্ত্রপাতী, সংগঠন সংবাদসহ আরো অনেক ব্যাপারে তথ্য পাওয়া যাবে।
www.amarhealth.com : বাংলাদেশের কয়েকজন ডাক্তার, ছাত্র, চাকরিজীবী, ওয়েব ডিজাইনার এবং সফটওয়্যার ডেভেলপার মিলে গড়ে তুলেছেন ‘আমার হেলথ ডট কম’ নামে এ ওয়েবসাইটটি। এখানে আপনি ডাক্তার, হাসপাতাল, মেডিক্যাল কলেজ, ক্লিনিক, প্যাথোলজি, ফার্মাসিউটিক্যালস এবং বিভিন্ন চিকিৎসা কেন্দ্র সর্ম্পকিত তথ্য তো পাবেনই আরো পাবেন ডাক্তারি বিষয়ক বিভিন্ন বই, পোস্ট গ্র্যাজুয়েশনের নিয়ম, মেডিক্যাল এথিকস সর্ম্পকিত আরো অনেক তথ্য। এছাড়া আছে বিভিন্ন জরুরি ফোন নাম্বার এবং জরুরী অবস্থায় কী করণীয় তার সব কিছু।
www.dghs.org.bd: এ ওয়েবসাইট হলো বাংলাদেশের সরকারি স্বাস্থ্যসেবার অন্যতম বৃহৎ তথ্যভাণ্ডার। বাংলাদেশে সরকারি হাসপাতালগুলোর বর্তমান অবস্থা, বিভিন্ন সংক্রামক রোগের প্রাদুর্ভাব সম্পর্কিত তথ্য এবং সেই সব রোগবালাই মোকাবেলায় সরকারের নেয়া পদক্ষেপ, সরকারি উদ্যোগে যেসব গবেষণা চলছে সেগুলোর বিস্তারিত তথ্য, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক এবং শিক্ষা সর্ম্পকিত তথ্যও রয়েছে এ সাইটে।
www.dab-bd.org: বাংলাদেশের ডায়াবেটিস আক্রান্ত রোগীদের স্বাস্থ্যসেবা দেয়ার জন্য দীর্ঘদিন ধরে কাজ করছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। এ সমিতির অফিশিয়াল সাইট হলো এটি। এ সাইটটি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কার্যক্রম ও তাদের বিভাগগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য সরবরাহ করে থাকে।
www.icddrb.org: আন্তর্জাতিক উদরাময় নিরাময় সংস্থা বা আইসিডিডিআরবির অফিশিয়াল সাইট। এ সাইটে প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। প্রতিষ্ঠানটির ইতিহাস, কর্মকৌশল এবং গবেষণা সংক্রান্ত তথ্যও রয়েছে এ সাইটে। বন্যার পূর্বাভাস ও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সব ধরনের খবর এবং এমতাবস্তায় যে কোন সংক্রমণ রোধে করণীয় সম্পর্কে জানতে পারবেন এ সাইট থেকে।
www.mohfw.gov.bd : এটি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অফিশিয়াল সাইট। মন্ত্রণালয়ের লক্ষ্য – উদ্দেশ্য সম্পর্কে আপনি জানতে পারবেন এ সাইট থেকে। বাংলাদেশের স্বাস্থ্য এবং জনসংখ্যা বিভাগে সরকারের নেয়া উদ্যোগ, কৌশল, বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজ সম্পর্কে তথ্য, কোনো ধরনের ওষুধ নিবন্ধিকরণের নিয়ম – কানুন, কোন কোন দেশ থেকে ওষুধ আনা যাবে তার সবকিছু আপনি জেনে নিতে পারবেন এ সাইট থেকে।
হাজ্জাজ-বিন-ইউসুফ/এমডিকে/এমআইআর/১১১২ ঘ./৩১.১০.০৭
উৎস : বিডিনিউজ (২০০৮)