শিশু মুহাম্মদ (স.) এর প্রথম বাক্য

হযরত হালিমা (রাদি.) এর বর্ণনা : যখন আমি শিশু মুহাম্মদ (স.) এর দুধ বন্ধ করে দেই তখন তাঁর পবিত্র মুখে উচ্চারিত হলো :

“আল্লাহু আকবারু কাবিরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাছিরা ওয়াসুবহানাল্লাহি বুকরাতাও ওয়াআছিলা।”

অর্থাৎ : “আল্লাহ সবচেয়ে বড়, মহান, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। অসংখ্য অগনিত প্রশংসা আল্লাহর। আল্লাহ সদা-সর্বদাই পাক-পবিত্র।”

-এটাই ছিলো শিশু মুহাম্মদ (স.) এর মুখে প্রথম বাক্য। তখন তাঁর বয়স মাত্র দুবছর।

তথ্যসূত্র : বাইহাকী ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন। খাসায়েসে কুবরা : ১ম খন্ড, ৫৫ পৃষ্ঠা ও সীরাতে খাতিমুল আম্বিয়া (স.) : পৃষ্ঠা ২৭।

এই টপিকটি ‘প্রজন্ম ডট কম‘ এর ‘বুলবুল’ ভাইয়ের পোষ্ট থেকে নেয়া : ক্লিক করুন এখানে

পোস্টটি শেয়ার করুন :

এলিন

I'm Alin. Owner of this Blog. This is my personal Bengali Blog. I live in Dhaka, Bangladesh.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *