Windows 8 এ বিঙ সার্চ অন করা

আমরা পিসিতে যেকোন কিছু সার্চ করতে পারি। এক্ষেত্রে পিসি থেকে রেজাল্ট দেখাবে। পিসিতে না পেলে আর দেখাবে না। কিন্তু ইচ্ছে করলে যাদের ইন্টারনেট রয়েছে, তারা বিং সার্চ যুক্ত করে নিতে পারে। এমনিতে বাইডিফল্ট এটা অন থাকে তবুও যাদের অফ করা রয়েছে তাদের জন্য এই পোস্ট।

১. উইন্ডোজ ৮ এ মাউস পয়েন্টার স্ক্রিনের ডানপাশে নিয়ে কিছু সময় রেখে দিলেই চার্মবার চলে আসবে।

২. সেই বার থেকে Settings এ ক্লি করতে হবে।

৩. স্ক্রিনের নিচে Change PC Settings এ ক্লিক করতে হবে।

৪. বাম পাশ হতে Search and apps এ ক্লিক করতে হবে।

৫. ‘Use Bing to search online’ হতে ছোট বাটনটিতে ক্লিক করে On করে দিতে হবে।

এইবার পিসি চার্মবারের সার্চবক্স হতে কিছু সার্চ করা হলে পিসির সাথে সাথে অনলাইন হতেও সার্চ রেজাল্ট দেখাবে।

উইন্ডোজ ৮ এ গুগল ড্রাইভ ইনস্টল করার সময় ‘python27.dll’ ফাইল সংক্রান্ত সমস্যার সমাধান

আমরা কমবেশি অনেকেই অনলাইন ফাইল স্টোরেজের কথা জানি। আর গুগল ড্রাইভ, এর ভিতরে একটি। যারা গুগল ড্রাইভ ব্যবহার করে থাকেন তারা অনেকেই উইন্ডোজ ৮ এ তাদের পছন্দের এই গুগল ড্রাইভ চালাতে পারছেন না।

উইন্ডোজ ৮ এ গুগল ড্রাইভ চালাতে গেলে অনেক সময় অনেক ধরনের সমস্যা হয়। তাদের ভিতরে রয়েছে ‘পাইথন২৭’ ফাইল সংক্রান্ত সমস্যা।

যদি আপনি উইন্ডোজ ৮ এ গুগল ড্রাইভ ব্যবহার করতে গিয়ে কোন সমস্যায় পড়েন আর ‘পাইথন২৭’ সংক্রান্ত কোন ম্যাসেজ পান, তাহলে নিচের সমাধানটি একবার চেষ্টা করে দেখতে পারেন।

Error Message
Error

‘পাইথন২৭’ সংক্রান্ত সমস্যাটির সমাধান :

১. ‘https://drive.google.com/‎’ – এই সাইটটিতে গিয়ে আপনার জিমেইলের একাউন্ট দিয়ে লগইন করুন। Read More