কাম্ব্রিয়ার এক প্রাইমারী স্কুলের সামনে মরে থাকা এক ছোট্ট ব্লাকবার্ডকে পরীক্ষা করে দেখা গেছে পাখিটি ছিল মাতাল। অর্থাৎ পাখিটির শরীরে পাওয়া গেছে এলকহোল।
পশুপাখির বিশেষজ্ঞ এ ডজন পাখিকে পরীক্ষা করে যারা সেই প্লে গ্রাউন্ডেই ছিল, এবং তাদের অনেকেরই মানুষিক আঘাতে ক্ষতিগ্রস্ত দেখা গেছে।
আর মৃত সেই পাখিটিকে ‘ময়নাতদন্ত করে দেখা গেছে তার লিভারে জমে ছিল একদম শুদ্ধ এলকহোল, যার পরিমাণ ছিল অনেক।
অবশেষে সেই পাখিদের যারা জীবিত ছিল তাদের ভালো করে দেখাশুনা করায় একসময় তারা সুস্থ হয়ে উঠে।
মনে হয় ওদের কোন পার্টি ছিল…… হেংওভার টা বেশি হইয়া গেছে………… 😛
🙂 হয়তো বা আপনি ঠিকই বলেছেন। এবং আপনাকে ধন্যবাদ মন্তব্য করার জন্য।