আজ জার্মানি যাচ্ছেন বাংলাদেশি গেমাররা

বিশ্ব সাইবার গেমস ২০০৮-এর চূড়ান্ত পর্বে অংশ নিতে জার্মানি যাচ্ছেন বাংলাদেশের কম্পিউটার গেমস খেলোয়াড়েরা। আজ সোমবার বিকেলে তাঁরা মিউনিখের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। চারটি গেমসের বিজয়ী আট গেমারের সঙ্গে মিউনিখ যাচ্ছেন বিশ্ব সাইবার গেমসের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার ইরফান হুসেন। গেমাররা হলেন বাছাইপর্বে ‘ফিফা ২০০৮’ খেলে বিজয়ী আমেরিকান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়-বাংলাদেশের (এআইইউবি) সোহান আরমান কায়েস, ‘নিড ফর স্পিড (এনএফএস) প্রো স্ট্রিট’ খেলে বিজয়ী আবদুর রহমান শাফি (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কলেজ), ‘ওয়ার ক্রাফট ৩ ফ্রোজেন থর্ন’ বিজয়ী জিষ্ণু ব্রহ্মপুত্র হোসেন এবং বাছাইপর্বের আসরের একমাত্র দলগত গেমস ‘কাউন্টার স্ট্রাইক’ বিজয়ী কাজী নেওয়াজ ইবনে মাহতাব (আইইউবি) ও তাঁর দল। এই দলের গেমাররা হলেনঃ শরিফ নাজির (লালমাটিয়া মাদ্রাসা), ইমরান মিয়া (এলসিএলএস), তুষার খান (অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ), আরিফ আল রশিদ (ঢাকা ইমপিরিয়াল কলেজ) ও অমিত রিচার্ড (এনএসইউ)। ইরফান হুসেন জানালেন, ‘চূড়ান্ত পর্বে আমাদের গেমাররা বাংলাদেশপর্বের গেমসগুলোতেই অংশ নেবে।’

আগামী ৫ থেকে ৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতা। মূল পর্ব শেষে বাংলাদেশ দল দেশে ফিরবে আগামী ১০ নভেম্বর।

উৎস : প্রথমআলো ২০০৮

টাস্ক ম্যানেজার সমস্যা

অনেক সময় দেখা যায় টাস্ক ম্যানেজার ওপেন হচ্ছে না। তার মানে এটা ডিজেবল করা রয়েছে। এখন এই টাস্ক ম্যানেজারকে এনাবল করতে হলে নিচের লিংক থেকে ছোট্ট একটা সফ্টওয়্যার ডাউনলোড করে তাকে রান করুন। ব্যাস কাজ শেষ॥
http://www.taskmanagerfix.com/enable-task-manager

উৎস : প্রজন্ম ডট কম ২০০৮

পুরুষ মানুষ

আল্লাহ তায়ালা গাধাকে সৃষ্টি করার পর বলেন, “তুমি সারাদিন বোঝা বইবে, খাঁটবে। আর তোমার আয়ু হবে ৫০ বছর। তুমি কি রাজি?”
গাধা বলে, “আমি সারাদিন খাঁটতে রাজি কিন্তু এতো আয়ু আমি চাইনা, আয়ু কমিয়ে ২০ বছর করলে ভালো হয়।”
আল্লাহ গাধার আয়ু ৩০ বছর কমিয়ে ২০ বছর করলেন।

আল্লাহ তায়ালা এবার কুকুরকে সৃষ্টি করে বললেন, “তুমি সারাদিন মানুষের সাথে থাকবে আর মানুষের উচ্ছিষ্ট্যগুলো খাবে। তোমার আয়ু হবে ৩০ বছর। তুমি কি রাজি?”
কুকুর বলল, “এতো আয়ু আমি নিতে পারবো না, আমাকে আয়ু কমিয়ে ১৫ বছর করলে ভালো হয়।”
আল্লাহ কুকুরের আয়ু কমিয়ে দিলেন ১৫ বছর।

Read More

গেমসের আকর্ষণীয় ১০ চরিত্র

কম্পিউটার আর ভিডিও গেমসের বিভিন্ন চরিত্র জনপ্রিয় হয়ে ওঠে। চেহারা, স্টাইল, সৌন্দর্য, ব্যক্তিত্বের কারণে অনেক সময় এসব চরিত্র বাস্তব দুনিয়ার তারকাদের মতোই পায় জনপ্রিয়তা। আকর্ষণীয় ও আবেদনময় সেরা ১০ গেমস চরিত্র নির্বাচন করেছে অস্ট্রেলিয়ার নিউজ ডট কম। সে তালিকা তুলে ধরেছেন রোকেয়া রহমান

জিল ভ্যালেন্টাইন, রেসিডেন্ট এভিল
রেসিডেন্ট এভিল সিরিজ গেমসের সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলোর একটি হচ্ছে জিল ভ্যালেন্টাইন। সোস্যাল ট্যাকটিকস অ্যান্ড রেসকিউ সার্ভিসের (স্টারস) সাবেক গোয়েন্দা জিল অনেকের কাছে একটি আকর্ষণীয় চরিত্র। নীল রঙের পোশাক পরে অস্ত্র হাতে ধরা জিল যখন শত্রুকে কাবু করার জন্য অভিযানে নামে, তখন সত্যি অপূর্ব দেখায় তাকে। তার ডেস্কে থাকা তরুণের ছবিটি কার তা নিয়ে দর্শকের রয়েছে দারুণ কৌতূহল। গেমটিতে কখনো উল্লেখ করা হয়নি যে ছবির তরুণের সঙ্গে জিলের প্রেমের সম্পর্ক আছে কি না।

ভিজিট করুন : Jill Valentine

Read More

রোবটের মাথায় জীবন্ত কোষ!

রোবট তৈরির ক্ষেত্রে চাঞ্চল্য ফেলে দিয়েছেন বিজ্ঞানীরা৷ সম্প্রতি তারা এমন রোবট তৈরি করেছেন যার মাথায় রয়েছে বায়োলজিক্যালব্রেইন৷ ফনে রোবটটি নিজেই নিজেকে পরিচালিত করতে পারে৷ তার কার্যক্রম পরিচালনার জন্য বাইরে থেকে কমপিউটারভিত্তিক কোনো কমান্ড দেয়ার প্রয়োজন হয় না৷ কোনো সমস্যা হলে নিজেই নিজের ডাক্তারের ভূমিকা নিতেও সক্ষম এই রোবট৷ এ পর্যায়ে রোবটটির নাম দেয়া হয়েছে গর্ডন৷ আর এটি তৈরি করেছেন যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা৷
রোবটের মধ্যে বায়োলজিক্যালব্রেইন হিসেবে তারা ব্যবহার কছেন ইঁদুরের মস্তিষ্কের কোষ৷ আর এই কোষ থেকে সঙ্কেত পাওয়ার ভিত্তিতেই কাজ করছে গর্ডন৷ বিজ্ঞানীরা রোবটের মধ্যে ইঁদুরের তিন লাখ স্নায়ুকোষ স্থাপন করেছেন৷ এই স্নায়ুকোষ একটি সোলারের (প্রতিফলিত শব্দতরঙ্গের সাহায্যে পানিতে নিমজ্জিত বস্তুর সন্ধান ও তার অবস্থান নির্ণয় করার যন্ত্র) মাধ্যমে রোবটকে দিকনির্দেশনা দেবে৷

প্রাথমিক পর্যায়ে এখন এসব স্নায়ুকোষকে শেখানো হচ্ছে যে কীভাবে গর্ডন তার চলাফেরা নিয়ন্ত্রণ করবে এবং কীভাবে নিজের চলার পথের সব প্রতিবন্ধকতা দূর করবে৷ আশেপাশের পরিবেশ সম্পর্কেও স্নায়ুকোষগুলোর থাকবে সুস্পষ্ট ধারণা৷ ইঁদুরের মস্তিষ্কের শ্বেত পদার্থের বহিরাবরণ নিয়ে রোবটটির মস্তিষ্ক তৈরি করা হয়েছে৷ স্নায়ুকোষগুলো জীবন্ত থাকায় বিদ্যুত্বাহী যন্ত্রপাতির সাথে এদেরকে না রেখে একটি পৃথক তাপনিয়ন্ত্রিত কেবিনে রাখা হয়েছে৷

 

Read More