বিশ্ব সাইবার গেমস ২০০৮-এর চূড়ান্ত পর্বে অংশ নিতে জার্মানি যাচ্ছেন বাংলাদেশের কম্পিউটার গেমস খেলোয়াড়েরা। আজ সোমবার বিকেলে তাঁরা মিউনিখের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। চারটি গেমসের বিজয়ী আট গেমারের সঙ্গে মিউনিখ যাচ্ছেন বিশ্ব সাইবার গেমসের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার ইরফান হুসেন। গেমাররা হলেন বাছাইপর্বে ‘ফিফা ২০০৮’ খেলে বিজয়ী আমেরিকান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়-বাংলাদেশের (এআইইউবি) সোহান আরমান কায়েস, ‘নিড ফর স্পিড (এনএফএস) প্রো স্ট্রিট’ খেলে বিজয়ী আবদুর রহমান শাফি (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কলেজ), ‘ওয়ার ক্রাফট ৩ ফ্রোজেন থর্ন’ বিজয়ী জিষ্ণু ব্রহ্মপুত্র হোসেন এবং বাছাইপর্বের আসরের একমাত্র দলগত গেমস ‘কাউন্টার স্ট্রাইক’ বিজয়ী কাজী নেওয়াজ ইবনে মাহতাব (আইইউবি) ও তাঁর দল। এই দলের গেমাররা হলেনঃ শরিফ নাজির (লালমাটিয়া মাদ্রাসা), ইমরান মিয়া (এলসিএলএস), তুষার খান (অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ), আরিফ আল রশিদ (ঢাকা ইমপিরিয়াল কলেজ) ও অমিত রিচার্ড (এনএসইউ)। ইরফান হুসেন জানালেন, ‘চূড়ান্ত পর্বে আমাদের গেমাররা বাংলাদেশপর্বের গেমসগুলোতেই অংশ নেবে।’
আগামী ৫ থেকে ৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতা। মূল পর্ব শেষে বাংলাদেশ দল দেশে ফিরবে আগামী ১০ নভেম্বর।
উৎস : প্রথমআলো ২০০৮