কথা দিয়েছিলে

কথা দিয়েছিলে –
নিয়ে যাবে দুর পর্বতের চূড়ায়।
কথা দিয়েছিলে –
নিয়ে যাবে বিশুদ্ধ সমুদ্রের বিশালতায়;
স্নান করাবে জ্যোৎস্নার মলিনতায়;
বকুলের নির্জাসে মাখাবে হৃদয়।
দুর করে দেবে সমস্ত কষ্ট, সমস্ত ভয়।
কথা দিয়েছিলে !

কথা দিয়েছিলে –
মুছে দেবে দু’চোখের সকল অশ্রু,
কাজলে ভরাবে এ’চোখ, তোমারই চোখের ইশারায়।
দুর করে দেবে হৃদয়ের তিক্ততা।
কথা দিয়েছিলে !

কথা দিয়েছিলে –
গড়ে দেবে আমায়, বিশাল পূর্ণতা;
তোমার হৃদয়ে জমে থাকা যত শূন্যতায়!
কথা দিয়েছিলে !
তুমি কথা দিয়েছিলে !

– এলিন (০৫/০৫/২০১২)

পোস্টটি শেয়ার করুন :

এলিন

I'm Alin. Owner of this Blog. This is my personal Bengali Blog. I live in Dhaka, Bangladesh.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *