কম্পিউটারের সময়ও এক ঘণ্টা এগিয়ে নিতে হবে

দিনের আলো সংরক্ষণ ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কাল ১৯ জনু মধ্যরাত থেকে দেশে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নেওয়া হচ্ছে। নতুন সময়সূচির সঙ্গে মাইক্রসফটের কম্পিউটার অপারেটিং সিস্টেমে ব্যবহৃত ঘড়ির সময়ও ঠিক করে নিতে হবে। এ জন্য দরকারি সমাধান দিয়েছে মাইক্রোসফট বাংলাদেশ। যেসব কম্পিউটারে উইন্ডোজ ভিসতা, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ সার্ভার ২০০৮ ও উইন্ডোজ সার্ভার ২০০৩ চালু রয়েছে, সেসব কম্পিউটারে এ সমাধানটি কাজে লাগাতে পারবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাইক্রসফট বাংলাদেশ এ তথ্য জানায়।

সময়-সংক্রান্ত সমাধানটি পেতে মাইক্রসফটের করপোরেট ওয়েবসাইট http:/support.microsoft.com/kb/972423 গিয়ে .msi ফাইলটি নিজের কম্পিউটারে নামিয়ে নিতে হবে। (ফাইলটি ডাউনলোড করতে সমস্যা হলে সরাসরি http://go.microsoft.com/?linkid=9670105 এ ক্লিক করে ডাউনলোড করে নিন) তারপর ইনস্টল করে নিতে হবে। এবার কন্ট্রোল প্যানেলে date and time অপশনে গিয়ে Time Zone Settings-এ ক্লিক করুন। এখানে (GMT + 06.00) Astana, Dhaka এর পরিবর্তে (GMT + 06.00) Dhaka’ নির্বাচন করুন। দিনের আলো সংরক্ষিত সময় (DST) কার্যকর করতে ‘Automatically adjust clock for daylight saving changes’-এর ঘরে টিক চিহ্ন দিন। সবশেষে Apply করে OK করুন। ফলে ১৯ জুন রাত ১১টা থেকে সময় পরিবর্তিত হয়ে যাবে।

লেখা : এলিন (এডমিন) ২০০৯

সূত্র : প্রথম-আলো

কৌতুকসমগ্র-‌১

(১) “বাসনা আর প্রয়োজন”
একবার এক লোক এক হালি ডিম কিনতে বড় একটি নামকরা দোকানে গেলেন। দোকানটিতে ঢুঁকতেই রিসেপসনিস্ট এর সাথে দেখা। রিসেপসনিস্ট ছিলেন এক খুব সুন্দরী মেয়ে।
সুন্দরী রিসেপসনিস্ট লোকটিকে বললেন, “আপনার বাসনা বা প্রয়োজন কি আমাকে বলবেন?”
লোকটি তখন সাথে সাথে বললেন, “আমার বাসনা আপনাকে জড়িয়ে ধরে চুম্বন করা। আর প্রয়োজন হলো এক হালি ডিম।” Read More