“অদ্ভুদ তুমি”

তোমায় কেন জানি বুঝেও বুঝিনা!

এতো কিছু বুঝি,

এতো কিছু জানি,

বলে ফেলি অতিতের কত ঘটনা-

শুধু তোমায় কেন জানি, বুঝেও বুঝিনা!

কখনও বা তুমি শান্ত অতি,

ধীরে ধীরে বয়ে যাওয়া কোন এক নদী;

কখনও বা উত্তাল অশান্ত ঢেউ,

অতি চেনা, সুনয়না, আমারই কেউ।

কখনও বা দ্বিধাহীন ছোট্ট শিশু,

কখনও অস্থীর, আনমনা;

… তোমায় চিনেও চিনি না,

… কেন জানি চিনতে পারি না!

                                    -এলিন  [ এপ্রিল-২০১০]