ভয়

যদি বল আমায়,

ঐ দুর নীলিমায়,

ছড়িয়ে দেবো তোমার ঠোঁটের রং।

যদি বল একবার,

পৃথিবীর সব সুন্দর কেড়ে এনে দেবো।

যদি ভালো লাগে আকাশের ঐ চাঁদ,

পেড়ে এনে দেবো।

যদি চাও হৃদয়ের গহীন হতে এনে দেবো-

গাড় নীল।

গেঁথে দেবো দৃষ্টিতে পৃথিবীর

সমগ্র বিস্ময়, অনাবিল-

সুন্দর।

দিতে পারি হৃদয়ের স্পন্দন-

যদি ভালো লাগে তোমার।

দিতে পারি এ’চোখের সবটুকু ক্রন্দন-

যদি বল একবার।

শুধু পারবোনা-

শুধু পারবোনা সরাতে

তোমার-আমার মাঝের এ’ ব্যবধানটুকু।

থাকনা এ দূরত্ব!

এতো কাছে আসার তো প্রয়োজন নাই!

আমি ভয় পাই!

ভয় পাই! যেটুকু পেয়েছি

যদি ওটুকুও হারাই!

                                    -এলিন (২৩/১১/২০১১)

পোস্টটি শেয়ার করুন :

এলিন

I'm Alin. Owner of this Blog. This is my personal Bengali Blog. I live in Dhaka, Bangladesh.

2 thoughts to “ভয়”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *